বিনোদন

‘মা হলেন’ শ্রুতি দাস, ‘দেশের মাটি’-এর নোয়া মেয়েকে নিয়েই বের হলেন ঘুরতে, ভাইরাল বিশেষ মুহূর্ত

বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় নাম শ্রুতি দাস। ধারাবাহিকের সংখ্যা ২। ত্রিনয়নী থেকে দেশের মাটি- দুই ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে টেলি মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ত্রিনয়নীর নয়ন হোক দেশের মাটির নোয়া দুই চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে বাঙালি দর্শকের খুব প্রিয় পাত্রী হয়ে উঠেছেন শ্রুতি। তবে অভিনেত্রীর আরো একটি গুনের জন্য তিনি বেশ খ্যাত। স্পষ্টবক্তা শ্রুতি। কোনো কথা রাখ ঢাক করে বলেন। স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই।

দুই ধারাবাহিকে অভিনয় করে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী। শ্রুতি অভিনয়ের পাশাপাশি নিজের প্রেমের জন্য বেশ চর্চায় থাকেন।শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। এই অভিনেত্রী এবং পরিচালকের প্রেমের খবর ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন। অনেকে এদের সম্পর্ক নিয়ে ট্রোল করলেও সেই সব ট্রোলারদের যোগ্য জবাব ও দিয়েছেন। তবে কবে বিয়ে করছেন, সে সম্পর্কে এখনও কোনও ইঙ্গিত দেননি এই জুটি। আপাতত দুজনের কাজে ফোকাস করেছেন। এর মাঝেই দাস ও সমাদ্দার বাড়িতে খুশির হাওয়া।

‘বেবি গার্ল’ অর্থাৎ কন্যা সন্তানের বাবা মা হলেন শ্রুতি।৷ সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে নিজের পরিচয় করিয়ে দিলেন শ্রুতি। অভিনেত্রীর সদ্য শেয়ার করা পোস্টে রয়েছে বেবি গার্ল। শুধু তাই নয়, ক্যাপশনে স্বর্ণেন্দুকে ‘হ্যাপি ড্যাড’ বলেও ট্যাগ করেছেন তিনি। মেয়েকে পেয়ে দারুণ খুশি শ্রুতি। শুধু তাই নয় মেয়ের নামও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন অভিনেত্রী। তার নাম রেখেছেন চেরি।

আবার মেয়েকে সঙ্গে নিয়ে পরিবারের সবার সঙ্গে ঘুরতেও বেরিয়ে পডেছেন আবার কখনো মেয়ের কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন। কি ভাবছেন! আসলে কোনো মানুষ নয়, একটি লাল রঙের সুন্দর গাড়ি কিনেছেন অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল রঙা গাড়ির দরজা খুলে দিচ্ছেন স্বর্ণেন্দু। আর সেই গাড়িতে গিয়ে বসেছেন শ্রুতি। আবার চেরিকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলেও একটি ভ্লগ করেছেন। শ্রুতির মেয়েকে দেখে অনুগামী আর সহকর্মীরাও ভালোবাসা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

Back to top button