বিনোদন

‘তুই না খেয়ে মর’, গায়ের রং কালো হওয়ায় কটাক্ষ শুনতে হল’ দেশেরমাটি’র অভিনেত্রী শ্রুতি দাসকে

ভারতে করোনা ঢেউয়ের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হয়ে উঠেছে বলিউড। বলিউডের বড় বড় তারকারা একের পর এক আক্রান্ত হয়েছেন করণাতে। আর এবার নতুন করে করোনা আক্রমণ শুরু হয়েছে টলিউডেও। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের ভরত কল, অনুশ্রীরা।আর এবার রিপোর্ট পজিটিভ এলো দেশের মাটি ধারাবাহিকের নায়িকা ‘নোয়া’ ওরফে শ্রুতি দাসের। তিনি ফেসবুক পোস্টে নিজেই জানিয়েছেন তার করোনা পজিটিভ হওয়ার খবর। পাশাপাশি তিনি তার ঘর বন্দি জীবনের এক সাদা কালো ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

শ্রুতি ফেসবুক পোস্টে জানিয়েছেন গত ২ এপ্রিল শুটিং সেটা তিনি কফি খাওয়ার সময় কোনও স্বাদ অথবা গন্ধ পাননি। আর তখুনি সিধান্ত নেওয়া হয় করোনা পরীক্ষার।আর তারপরেই রিপোর্ট চলে আসে করোনা পজিটিভ।

শ্রুতি সেই প্রসঙ্গে তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘দুর্ভাগ্যবশত আমার করোনা রিপোর্ট পজিটিভ। সবরকম প্রোটোকল মেনে আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে। গত ২রা এপ্রিল থেকে চিকিত্সকদের পরামর্শ মতো ওষুধ চলছে। খাবারে কোনও স্বাদ বা গন্ধ পাচ্ছি না, কাশি আর সমান্য দুর্বলতা রয়েছে, বাকি একদম চাঙ্গা আছি। আমি অনুরোধ জানাচ্ছি গত কয়েকদিনে আমার সংস্পর্শে আসা সকলে করোনা পরীক্ষা করিয়ে নেবেন। ভালো থাকবেন’।

সেই সাথে তিনি নিজের মনের মানুষ তথা দেশের মাটির পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার, পরিবার, বন্ধু ও অনুরাগীদেড় তার এই সময়ে পাশে থাকার জন্য জানিয়েছেন ধন্যবাদ। সবশেষে শ্রুতি জানান ‘শীঘ্রই আমি ফের আসব, লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার জন্য অপেক্ষা করে আছে’।

জনপ্রিয় এই অভিনেত্রীর অসুস্থতার খবরে তার অনুরাগীরা উদ্বিগ্ন হলেও। তার মাঝেই উড়ে এলো দুজনের অপ্রিয় মন্তব্য । শুরুটি দাসের জীবনে এমন দুঃসংবাদও যেন শান্তি পেয়েছেন দুজন নেটিজেন। একজন মন্তব্য করেছেন “আর মুখ দেখতে হবে না’।আর একজন শিমা ছাড়িয়ে গিয়ে কামনা করেছে তার মৃত্যু পর্যন্ত। তবে এই দুই নেটিজেনদের বিরুধ্যে রুখে দাঁড়ালেন সিনে ইন্ডাস্ট্রির অপর দুই তারকা অন্বেষা হাজরা এবং মানসী সিংহ।

অন্বেষা ওই মন্তব্য গুলো পরে হয়ে গেছেন অবাক তিনি ভেবেও পাচ্ছেন না কিভাবে মানুষের ত্বকের রং বিচার করে তাকে খোটা দিতে পারেন কেউ। আর সেই প্রসঙ্গে অন্বেষা জবাব দিয়ে লিখেছেন “আপনি শুধু একজন মহিলা হয়েই রয়ে গিয়েছেন। আপনার আর মানুষ হয়ে ওঠা হল না’।

অপরদিকে শ্রুতির পাশে একদম মায়ের মতোই দাঁড়ালেন আর এক অভিনেত্রী মানসী সিংহ। তিনি শ্রুতিকে লিখেছেন “আমার নিজের মেয়ের ত্বকের রঙও তোমার মতোই। আমি গর্বিত, আমার মেয়েও একদিন নিজের পরিচয়ে পরিচিত হবে। মাথা উঁচু করে বাঁচো সোনা”।সোশ্যাল মিডিয়ায় এমন ট্রোলিংয়ের সময় মানসী এবং অন্বেষাকে পাশে পেয়ে খুবই খুশি হয়েছেন শ্রুতি। তাই সেই উদ্যেশেই তিনি ফেসবুকে করেছেন একটি পোস্ট।

Annwesha Hazra
Tomay niye jaai bolbo kom hobe
Hya tumi onyo channel onyo house er heroine
Hya amra opponent…

Posted by Shruti Das on Thursday, 8 April 2021

Back to top button