বিনোদন

স্বল্প পোশাকে উন্মুক্ত উরু, সমুদ্রের ধারে উদ্দাম নাচ উত্তম কুমারের নাত বউয়ের, ভাইরাল ভিডিও

বাংলা সিনেমা বাঙালি দর্শকের মনে জায়গা করে আছে। বাঙালির সেকালের সর্বকালের সেরা অভিনেতা উত্তম কুমার। উত্তম কুমারের একমাত্র নাতবউ দেবলীনা কুমার। রূপে গুনে তন্বী, জনপ্রিয় এবং বুদ্ধিমতী। দেবলীনা কুমার দুর্দান্ত নাচ করতে পারেন। এখনও অবধি তাকে শেষবারের মত বড়পর্দায় দেখা গিয়েছে রঙ্গবতি গানের দৃশ্যে। দেবলীনা কুমার খুই স্পষ্টবাদী। নিজের ছবি কোনো সময়ের জন্য এডিট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন না। এমনকি বাবা দিলীপ ঘোষের হয়ে প্রচারে গিয়েও বিজেপির রাজ্য সভাপতিকে বিদ্রুপ করতেও পিছু হটেননি।

দেবলীনা কুমার সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। নানারকম ভিডিও ও ছবি পোস্ট করে থাকেন নিজের প্রোফাইলে। সম্প্রতি একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেবলীনা কুমার চ্যাটার্জী। যেখানে তাকে দেখা যায় সমুদ্র সৈকতে তুমুল নাচ করতে।সেই সঙ্গে তার পরনে দেখা যায়, হট প‍্যান্ট, কালো ক্রপ টপ। আদনান সামির ‘অ্যায় উড়ি উড়ি উড়ি’ গানের সঙ্গে যেন চুটিয়ে নাচছেন উত্তম কুমারের নাত বৌ।

ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। দেখে যেন চোখ সরাতে পারেনা অধিকাংশ নেটিজেন। ভিডিওটির নিচে বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। তবে এবার প্রথম নয়, প্রায়ই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। এই তো কিছুদিন আগে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী দেবলীনা কুমার চ্যাটার্জীর একটি নাচের ভিডিও।যেখানে ডেনিম জিন্সের শর্ট স্কার্টে উরু বার করে উদ্দাম নাচ করতে দেখা গিয়েছিলো দেবলীনাকে। প্রকৃতির মাঝে প্রাণ খুলে ম্যায় হুঁ না ছবির গানে নেচে সকলকে চমকে দিয়েছিলেন গৌরব চ্যাটার্জীর স্ত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)

Back to top button