বিনোদন

মায়ের কোলে ছোট্ট পুচকি মেয়ে, মেয়েকে নিয়ে এই প্রথম ক্যামেরার সামনে হাজির হলেন শিল্পা শেঠি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন শিল্পা শেঠি। তবে তার বয়স ৪৫ হলেও তার যেন বয়স বাড়ছে শুধু ক্যালেন্ডারেই। সম্প্রতি তিনি চলতি বছরের ফেব্রুয়ারী মাসেই দ্বিতীয়বার মা হলেন। আর সেই খবর নিজেই জানিয়েছেন শিপা শেঠী। তার কন্যা সন্তানের নাম রেখেছেন সামিশা।

‘নো ফিল্টার উইথ নেহা’ নামক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গে খোলা মেলা প্রশ্নের জবাব দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা। তিনি তার ৪৫ বছরে এসে মা হওয়ার অভিজ্ঞতটার কথা শেয়ার করে বলেন যে এটা ছিল তার একটি বড় সাহসী পদক্ষেপ।

শিল্পা শেঠির কথায়, আমার মনে হয়ে ইয়োগা আমার জীবনে গত ১০ বছরে অনেক কিছুরই পরিবর্তন এনেছে। প্রথমবার আমি যখন মা হয়েছিলাম, তখন অনেকটাই ভয় পেয়েছিলাম। তবে দ্বিতীয়বার আমার কাছে বিষয়টা অনেকটাই সহজ হয়ে গেছে। আমার সাহস আছে বলতে পারো। এখন আমি ৪৫, আর আমার মেয়ের বয়স যখন ৫ বছর হবে, তখন আমি ৫০ এ পা দেব।”

মেয়ের সম্পর্কে অনেক কিছু বলতে শোনা গেলেও শিল্পা শেঠী তার মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি বললেই চলে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভাইফোঁটার ছবি তেওঁ দেখা যায়নি মেয়ের মুখ। তবে এবার প্রকাশ্য রাস্তায় মেয়ে কে নিয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Back to top button