বিনোদন

ছোট্ট পায়ে হামাগুড়ি একরত্তি মেয়ের, প্রথম জন্মদিনে মেয়েকে ক্যামেরার সামনে নিয়ে এলেন শিল্পা

মেয়ের জন্মের পর এতদিন পর্যন্ত ক্যামেরার সামনে নিয়ে আসেননি বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) শিল্পা শেট্টি (Shilpa Shetty)।পরিবর্তে ক্যামেরা দেখলেই মেয়েকে আড়াল করে নিয়েছেন সাথে সাথে। সোশ্যাল মিডিয়াতেও যখন তিনি মেয়েকে সাথে নিয়ে কোনো পোস্ট দিতেন তখন দেখা যেতোনা মেয়ের মুখ। তবে এবার ক্যামেরার সামনে নিজেই মেয়ে কে নিয়ে হাজির হলেন বলিউডের অন্যতম সুপারহিট নায়িকা শিল্প শেট্টি।

শিল্প তার মেয়ের নাম রেখেছেন সমিশা। মেয়ের হামাগুড়ি দেওয়া একটি ভিডিও পোস্ট করে শিল্প ক্যাপশনে লিখেছেন “মাম্মা, তোর মুখ থেকে এই ডাক শুনেছি। আজ তোর এক বছর বয়স হল। তুই আমার পাওয়া সেরা উপহার। তোর প্রথম দাঁত ওঠা, তোর বলা প্রথম শব্দ, তোর প্রথম হাসি… সব আমার কাছে স্পেশ্যাল। শুভ প্রথম জন্মদিন। গত বছরের প্রত্যেকটা দিন তোকে নিয়ে আনন্দে কেটেছে। আমি প্রার্থনা করব, এমন স্নেহেই যেন থাকতে পারিস তুই…।’”

শিল্পার পাশাপাশি তার বোন শমিতা শেট্টি ও ভাতিজিকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন “সময় কত দ্রুত চলে যায়! আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোর এক বছর বয়স হয়ে গেল। ঈশ্বর তোকে অনেক আশীর্বাদ করুন, এটাই আমি চাই। মনে রাখিস, মাসি তোকে ভালবাসে…।”

মেয়ে জন্ম নেওয়ার পর এক সাক্ষাৎকারে শিল্প জানিয়েছিলেন যে তিনি তার মেয়েকে কোনও স্টার্কইড নয় একজন সাধারণ মেয়ে হিসেবেই বড় করে তুলতে চান। ঠিক যেমন করে তার ছেলে বড় হচ্ছে পরিবারে। তিনি ওই সাক্ষাৎকারে আরও জানান যে ভবিষতে সন্তানরা যে কাজে যোগ দিতে চান সেই কাজেই তাদের পাশে হাক্বীন তারা বাবা -মা হিসেবে। তাদের ইচ্ছের বিরুধ্যে জোর করা মোটেও পছন্দ নয় শিল্পার।

Back to top button