‘যে মা কালীকে আমরা পুজো করি সেই কালীর গায়ের রংয়ের মেয়েকে বৌ করতে লজ্জা’! দীপার বরের সামাজিক বার্তায় খুশি ভক্তরা
ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোয়া’। টিভি পর্দায় সুযো -দীপার রোমানস্ দেখলে দর্শকের হৃদয় জুড়িয়ে যায় দর্শকদের । সারাদিনের ক্লান্তি সঙ্গে সঙ্গে দূর হয়ে যায়।
কিন্তু সূর্য-দীপা ছাড়াও সোনা-রূপা এই সিরিজের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন । শিশু দুটিকে দেখে দর্শকরা মুহূর্তেই আনন্দে মেতে ওঠেন। সবাই জানেন যে এখন এই সিরিজের প্রতিটি পর্বে নতুন বিস্ফোরণ।
অতএব, প্রতিদিন 9:30 কাজ শেষে, সবাই টিভির সামনে বসে। গত পর্বে দর্শকরা দেখেছে একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল সূর্য।। ক্ষণিকের জন্যও সে দীপার প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষন পর সূর্য আবার দীপার সাথে একই রকম আচরণ করতে থাকে।
যদি এটি ইতিমধ্যেই ফাঁস হয়ে যায়, অনুরাগের ছোয়ার আগাম পর্ব । সম্প্রতি ধারাবাহিকে দেখা যায় সূর্য ও দীপাকে এক বিয়ে বাড়িতে যেতে । যেখানে বর কোনো কালো মেয়েকে বিয়ে করতে চায় না। আর সেই কারণে সূর্য বরকে উপযুক্ত জবাব দিল। লেখিকা তার মুখে এত সুন্দর সংলাপ দিয়েছেন যা কিছুটা এইরকম। সূর্য বললেন, ’যে মা কালীর সামনে আমরা মাথা নত করে পুজো করি, মা মা করি, অঞ্জলি দিই, সেই মা কালীর মতো দেখতে একটা মেয়েকে বউ করে নিয়ে এতো লজ্জা করছে তোমাদের? এটা একটা সুস্থ সমাজের মানুষের পরিচয়’? সূর্যের মুখে এমন কথা শুনে মন ভোরে যায় দর্শকদের।