বিনোদন

রাস্তায় মর্টিন ও ডিমের পেটি পরে তুমুল নাচ স্যান্ডি সাহার, ভাইরাল ভিডিও

স্যান্ডি সাহা নামটা সকলেরই প্রায় শোনা। তার নাম শুনলেই কার্যত নতুনত্ব ও বিতর্কিত কিছু হবেই এমনটা আসা করা যায়। এবার কলকাতায় দাঁড়িয়ে নিজের গায়ে মর্টিন ও ডিমের খোল বেঁধে জবরদস্ত নাচলেন স্যান্ডি। একসময় ফেসবুকে ভিডিও বানাতেন তিনি। ফেসবুক ভিডিও থেকে উঠে আসা এই স্যান্ডি সাহা ইউটিউবের মাধ্যমে পরবর্তী সময়ে প্রচুর নাম অর্জন করে।

এর আগে আমরা দেখেছিলাম নিজের সারা শরীরে বাদাম, কমলালেবু দিয়ে ঢেকে ফটো আপলোড করে নেটিজেনদের হতবাক করে তুলেছিল স্যান্ডি। এবার প্রকাশ্য রাস্তার মধ্যে দেখা গেল স্যান্ডিকে। রাস্তায় দাঁড়িয়ে হিন্দি গানে জবরদস্ত নাচ করছেন তিনি। বুকে তিনি বেঁধেছেন অনেক গুলি মর্টিন। আর নিম্নাঙ্গে ডিমের খোল দিয়ে ঢেকেছেন।

আশেপাশের সব মানুষ কার্যত স্যান্ডিকে দেখে চোখ বড়ো করে তাকিয়ে আছে। তাকে দেখে হাসছেন অনেকেই। শরীর দুলিয়ে এমন উদ্দাম নাচ দেখে হেসে লুটোপুটি খেয়েছেন দর্শকরা। এমন ধরণের কান্ড দেখতে রাস্তার লোকেরা নিজের ফোন বের করে ভিডিও করতেও শুরু করে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sandy Saha (@sandysahaofficial)

তবে সব মিলিয়ে ভরপুর হাসির বিষয়বস্তু ঘিরে আছে স্যান্ডির এই ভিডিওর মধ্যে। ভিডিও ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই ২৩ হাজারের বেশি ভিউস ছাড়িয়ে গেছে। কেউ লিখেছেন -‘উরফি জাভেদের থেকে দেখে শিখছে স্যান্ডি’। আপনিও স্যান্ডির এই মজাদার ভিডিওটি দেখুন আর কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো এই নাচ।

Back to top button