বিনোদন

খড়কুটোর মতো জনপ্রিয়তা নেই ‘বালিঝড়’এ! পারিবারিক গল্পের সাথে নতুন টুইস্ট আনার আর্জি জানালেন ভক্তরা

বর্তমানে বাঙালি দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। এক একটি ধারাবাহিক এক এক জনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামতেই বাড়ির মহিলারা নিজেদের ধারাবাহিকটি দেখা জন্য টিভির সামনে বসে পড়েন। তাছাড়াও টিআরপির তালিকায় ভালো ফল না করতে পারলে অসময়ই টিভির পর্দা থেকে সরে যেতে হয় ধারাবাহিকটিকে। তবে বর্তমানে একাধিক সিরিয়াল দর্শকদের প্রিয় হয়ে উঠেছে।

এই ধারাবাহিকে গুনগুন-সৌজন্য জুটি খবই জনপ্রিয় হয়ে উঠেছিল।আবার ওই জুটিকেই ফিরে আনার আর্জি জানিয়েছেন ভক্তরা। দর্শকদের আর্জি মেনে তার লেখা ধারাবাহিকে
আবার ফিরে এসেছে তৃণা ও কৌশিকএর জুটি।তবে এবার শুধু তৃণা আর কৌশিক নয় গল্পে দেখা যাচ্ছে আর একটি প্রধান চরিত্র স্রোত। এই চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়। ত্রিকোণ প্রেমের সাথে সাথে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে লীনা গঙ্গোপাধ্যায় এর এই ধারাবাহিকে।

এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে সমুদ্র সেন নামে এক বড় পলিটিশিয়ানের মেয়ে ঝোরা। আর সেই পলিটিশিয়ানের সহকর্মী তাঁর প্রিয় পাত্র মহার্ঘ্য। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে , ঝোরা ভালবাসে স্রোত ওরফে ইন্দ্রাশিসকে, তাকেই বিয়ে করতে চায় সে, কিন্তু বাবা সমুদ্র সেনের কোথায় নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মহার্ঘ্যকে বিয়ে করতে বাধ্য হয় সে।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, যে ঝোরা স্রোত কে ভালোবাসে তা সত্ত্বেও মহার্ঘ্য
তার সাথে বিয়ে করে।কিন্তু ঝোরা কোনওদিনই মহার্ঘ্যকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবে না ভেবে সে নিজেই ঝোরাকে স্রোতের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলে।তার পর তাদের মধ্যে সব কিছু স্বাভাবিক হতেই গল্পে দেখা যায় নতুন চমক। ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে কমলিকা নামে একটি চরিত্র।এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়।

আসলে ধারাবাহিক বালিঝড়ও তেমন পারফরম্যান্স করতে পারছে না টিআরপি তালিকায়। বর্তমানে স্টার জলসা’র প্রাইম টাইমে থাকা অন্যতম ধারাবাহিক হল এটি। একটা সময় টিআরপি তালিকায় রাজ করেছিল ধারাবাহিক খড়কুটো। গুনগুন-সৌজন্য’র জুটিকে ফেরানের আর্জি জানিয়েছিলেন ভক্তরা। সেই আর্জি মেনে নেন লীনা গঙ্গোপাধ্যায়। কিন্তু কোনওভাবেই খড়কুটোর মতো জনপ্রিয়তা ফিরে আসছে না। তবে এই সপ্তাহে চন্দন সেন স্যার আর ইপ্সিতা ম্যাম আসায় একটু ঘুরেছে গল্প।’

তিনি লিখেছেন, ‘অতীতে ঘটা ঘটনার উল্লেখ হয়েছে কিন্তু সেই গল্প তাড়াতাড়ি আনতে হবে।মহার্ঘ্য ঝোরার সম্পর্কর হাওয়া বদল করতে গিয়ে Time Slot এর হাওয়া বদল হয়ে না যায়।এর আগেও মাধবীলতা, সাহেবের চিঠি টিআরপি র জন্য শেষ হয়েছে। শুধুমাত্র মহার্ঘ্য ঝোরার মূহুর্ত দেখিয়ে টিআরপি আসবে না জমজমাট গল্পের মোড় চাই। লীনা ম্যামের সেই আগের পারিবারিক flavor, Twist ফেরত চাই। খুব Disappointing লাগছে। লীনা ম্যামের ধারাবাহিক বকবক থাকে, ঝিমিয়ে যায়, unpredictable হয় কিন্তু জমজমাট Cast আর সংলাপে সেসব চাপা পড়ে যায়। সব চরিত্রের মাঝে এই খামতি ঢাকা পড়ে যায়। সেই Cast টাই বাদ দিয়ে আরও ঝিমিয়ে দিয়েছে গল্প।’

Back to top button