বিনোদন

সাথী সিনেমার হিট জুটি জিৎ-প্রিয়াঙ্কা ত্রিবেদী, আবারও বাংলা সিনেমায় ফিরছেন অভিনেত্রী!

টলিউডের জনপ্রিয় একজন অভিনেতা জিৎ। বাংলা সিনেমায় প্রবেশ করেন সাথী সিনেমার মাধ্যমে। সেই সিনেমায় জিৎএর সাথে অভিনয় করেন আরেকজন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। সেই সময়ের একটি হিট ছবি এবং এই সিনেমার গান বেশ হিট হয়। অভিনেতা জিৎ এর এই সিনেমাটি কয়েক সপ্তাহ ধরে চলেছিল সিনেমা হলে। “ও বন্ধু তুমি শুনতে কি পাও” এই গান ভেসে এলেই দুটো মুখ ভীষন মনে এসে, এক জিৎ অন্যজন প্রিয়াঙ্কা ত্রিবেদী।

অভিনেত্রী প্রিয়াঙ্কা বাংলায় প্রথম সিনেমা করেন সাথী তারপরে অভিনেত্রীকে সঙ্গী সিনেমায় অভিনয় করতে দেখা যায় এই দুটি সিনেমাই অভিনেতা জিৎ এর সাথে অভিনয় করেছেন তিনি। এই দুটি সিনেমার মাধ্যমেই বাংলায় পরিচিতি পান প্রিয়াঙ্কা। তার পাশাপাশি কন্নড়, তামিল, তেলেগু ভাষার বেশ কিছু মুভি তিনি করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Calcutta Times (@calcuttatimes)

বাংলা সিনেমার সেই পরিচিত মুখ ও জনপ্রিয় অভিনেত্রী আবারও বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন। বাংলার দর্শকরা আবার প্রিয়াঙ্কাকে দেখতে পারবেন বাংলা সিনেমার বড় পর্দায়। ২০০৯ সালে অপরাধী সিনেমায় অভিনয় করার পর অভিনেত্রীকে রা বাংলা সিনেমায় দেখা যায়নি। তবে এবারে ২০২১ এ দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন।

 

View this post on Instagram

 

A post shared by priyanka upendra (@priyanka_upendra)

অভিনেত্রী বাংলা দর্শকদের মনে ভালোই জায়গা করে নিয়েছিলেন কিন্তু মাঝখানে বাংলা সিনেমা জগৎ থেকে বিরতি নিয়েছিলেন। তবে এবার শুধু অভিনেত্রী প্রিয়াঙ্কা নয় তার সাথে রাজনীতির ময়দানে থাকা অভিনেত্রী দেবশ্রী রায় ছোট পর্দার মাধ্যমে ফিরছেন পর্দায়। আবার তাদের নিয়েই জমবে বাংলা সিনেমা।

 

Back to top button