বাড়ছে নোয়ার সাথে কিয়ানের দূরত্ব, কি হবে নোয়ার জীবনে? পাল্টে যাচ্ছে সম্পর্কের গতিপথ!
আজকের দিনে ধারাবাহিক দেখাটা অনেকেরই নেশা হয়ে গেছে। বিশেষ করে বাড়ির মা কামিকারা যেন সিরিয়াল দেখা ছাড়বেই না। বর্তমান ষ্টার জলসায় একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘দেশের মাটি’। ধারাবাহিকের টিআরপিও বেশ ভালো। নানান সমীকরণ নিয়ে তৈরী এই গল্প। গল্পে ধীরে ধীরে জমে উঠেছিল কিয়ান ও নোয়ার অন্তরের ভালোবাসা।কিন্তু ক্রমশ এগিয়ে আসছে কিয়ানের বিদেশযাত্রার দিন। নোয়াকে ছেড়ে বিদেশ চলে যাবে কিয়ান।
আর এতেই অনেকের মনে প্রশ্ন দানা বাধে যে এখনকার দিনে দূরে চলে যাওয়ার পর সম্পর্ককে আর টিকিয়ে রাখা সম্ভব হয় না। তাই অনেকের ধারণা যে কিয়ান জোড়শি বিদেশে চলে যায় সেখানে সে অন্যকারো সাথে নিজের গাঁটছড়া বেঁধে নিবে। পাশাপাশি একইসঙ্গে সিরিয়ালের প্রোমোতে নোয়ার মুখেও ধরা পড়েছে একরাশ চিন্তা। কিন্তু নোয়াকে ছেড়ে কিয়ান যে বিদেশে যাবে তার কি একবারও মনে হচ্ছে না জেড নয়া কিভাবে থাকবে?
বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এই ধারাবাহিকে অভিনয় করছেন। এই গল্পে একটি একান্নবর্তী পরিবারের গল্প মূল বিষয়। এই ধারাবাহিকে বিদেশ ফেরত যুবকের চরিত্রে অভিনয় করছেন কিয়ান ওরফে দিব্যজ্যোতি দত্ত তার বিপরীতে দেখা রয়েছে নোয়া ওরফে শ্রুতি দাস। নোয়া ছোট থেকেই ভালোবাসে কিয়ানকে।দুর্গাপুজো উপলক্ষ্যে স্বরূপনগরে নিজেদের পৈতৃক ভিটেতে আসে মুখার্জি পরিবার। সেখানেই বাল্যবন্ধু কিয়ানের সঙ্গে নতুন করে সখ্যতা তৈরী হয় গ্রামের শিক্ষিতা মেয়ে নোয়ার। অনেক বছর পর কিয়ানকে দেখে খুশিতে আত্মহারা নোয়া।
ধীরে ধীরে গল্পের মোর অন্যদিকে ঘুরে যায়। গল্পের মধ্যে আসে আলাদা ট্যুইস্ট। পাড়ার মস্তান জ্বালাতন করতো নোয়াকে। পুজোর পর নোয়াকে মেলায় তুলে নিয়ে যায়। তাদের হাত থেকে নোয়াকে বাঁচাতে কিয়ান নোয়ার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। যা নিয়ে পরিবারের লোকেদের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এদিকে ধীরে ধীরে ক্যান নোয়াকে ভালোবেসে ফেলেছে। তারপরে কিয়ান ও নোয়া বিয়ের সিদ্ধান্ত নিলে কিয়ানের বাবা-মা ও মাম্পি মিলে ষড়যন্ত্র করে কিন্তু তারা সফলতা পায় না।কিন্তু ভালোবাসা পবিত্র হলে কেউ আটকাতে পারে না। সমস্ত বাধা পেরিয়ে আজ নোয়া ও কিয়ান এক।