কেক কেটে ছোট্ট কেটলির এক বছরের জন্মদিন পালন করলেন রূপসা, শুভেচ্ছায় ভরালেন নেটিজেনরা

টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলে রূপসা চক্রবর্তী। তিনি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন স্নেহময়ী মা। কিছুদিন আগেই রথযাত্রায় সকলকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছিলেন রূপসা। তাঁর একটি পুত্রসন্তান ও কন্যাসম সন্তান রয়েছে, তারই বোনের মেয়ে অর্থাৎ বোনঝি। এবার তার মেয়ের এক বছর পূর্ণ হাওয়ায় তার প্রথম জন্মদিন পালন করলেন অভিনেত্রী রূপসা।
একটি মায়ের কাছে তার সন্তান হল শ্রেষ্ঠ। মা তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে চায়। মায়ের ভালোবাসা সন্তানের জন্য কখনও কম হয় না। সম্প্রতি অভিনেত্রী রূপসার মেয়ে এক বছর বয়সে পা দিল। রূপসার ‘নানহি পরি’ কেটলির তাকে রাজকন্যার মতো সাজিয়েছিলেন রূপসা।তার পরনে ছিল হলুদ রঙের রাফল ফ্রক ও মাথায় মুকুট, পায়ে নুপূর। মেয়ের জন্য রূপসা গোলাপি রঙের কেকের ব্যবস্থা করেছিলেন। আর তাতে ছিল সাদা রঙের মেঘ ও ইউনিকর্নের আইসক্রিম। তার সঙ্গে রূপসার ছেলেও ছিল।
রূপসার স্বামী স্নেহাশিস চক্রবর্তী ব্লুজ-এর কর্ণধার। কিছুদিন আগেই ‘শুট ফ্রম হোম’ বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। অভিনেত্রী রূপসা স্নেহাশীষ-এর সাথে বিয়ের পরই এসেছিলেন অভিনয়ে। তিনি নায়িকার চরিত্রে নয় তবে অন্যান্য চরিত্রে অভিনয় করে বেশ নজর করেছিলেন তিনি। ‘খোকাবাবু’ সিরিয়ালে ‘বৌমণি’-র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন রূপসা। এছাড়াও তিনি অভিনয় করেছেন ‘কলের বৌ’, ‘দীপ জ্বেলে যাই’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘রাখিবন্ধন’-এর মতো এর মত ধারাবাহিকে অভিনয় করেছেন। তার পাশাপাশি বর্তমান ‘জীবন সাথী’ ও ‘গঙ্গারাম’ ধারাবাহিকে অভিনয় করছেন।
View this post on Instagram