‘পাগল আমি ও রূপ দেখে’ রাহুলের কথায় লজ্জায় রাঙা হয়ে ওঠে রুকমা, বাস্তবে কি রাজা-মাম্পির সম্পর্ক পরিণতি পাচ্ছে!

বাংলা ধারাবাহিকে ষ্টার জলসা একটি সকলের অত্যন্ত জনপ্রিয় চ্যানেল। এই বছরই ষ্টার জলসায় একটি নতুন ধারাবাহিক ‘দেশের মাটি’ শুরু হয়। এই গল্পে একটি একান্নবর্তী পরিবারের গল্প মূল বিষয়। এই ধারাবাহিকে বিদেশ ফেরত যুবকের চরিত্রে অভিনয় করছেন কিয়ান ওরফে দিব্যজ্যোতি দত্ত তার বিপরীতে দেখা রয়েছে নয়া ওরফে শ্রুতি দাস। নোয়া ছোট থেকেই ভালোবাসে কিয়ানকে অনেক বছর পর কিয়ানকে দেখে খুশিতে আত্মহারা নোয়া। এই গল্পের আরেকটি জুটি হল রাজা-মাম্পির জুটি।
একটা সময় মাম্পি রাজাকে ভালোবাসতো কিন্তু রাজা কোনোদিন মাম্পির ভালোবাসা গ্রহণ করেনি। তাই রাগে মাম্পি রাজাকে এখন ঘৃণা করে। আর তাছাড়া আশ্রিত বলে খোটা দিতেও ছাড়ে না।তবে কিয়ানের বৌভাতের পর থেকেই তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে সম্পর্ক জটিল হতে থাকে। তারপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়েও পরে।
রাজা-মাম্পিকে নিয়ে বর্তমান দর্শকদের মনে ভালোবাসা তৈরী হয়েছে। দর্শকরা তাদের অনস্ক্রিন প্রেম দেখার জন্য উৎসুক হয়ে আছে। সোশ্যাল মিডিয়ায় রাজা-মাম্পি’র লাভ স্টোরি নিয়ে কাটাছেঁড়া করতে দর্শকরা পাগল।কেউ কেউ এর মধ্যে আবার ভাবেন যে মাম্পি ওরফে রুকমা বুঝি সত্যি সত্যি রাজা ওরফে রাহুলের সঙ্গে প্রেম করছেন। আবার কেউ কেউ চায় যে রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তারা পাশাপাশি থাকুক। এর থেকেই বোঝা যাচ্ছে হিট জুটি’র কত কষ্ট। কিন্তু তাদের অভিনয় সত্যিই দর্শকদেরকে আকর্ষিত করে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় তাদের জনপ্রিয়তা বেড়ে গেছে। সম্প্রতি, এই জুটি ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন শুধুমাত্র দর্শকদের আবদারে। লাইভ আসার পর থেকেই দর্শকদের মনে নানান প্রশ্ন। দর্শকদের চাহিদায় রাজাকে গানও গাইতে হয় মাম্পির জন্য ‘বনপলাশীর পদাবলী’ ছবির জনপ্রিয় গান ‘আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন’ গেয়ে ওঠেন। যেই গেয়েছেন ‘পাগল আমি ও রূপ দেখে…’ লজ্জায় লাল রুকমা। এছাড়াও এক অনুরাগী জানতে চান রাজার কাছে, শাড়ি পড়লে মাম্পিকে কেমন লাগে? সেটা ‘রাজা’র চোখ দিয়ে বলতে হবে অভিনেতাকে! অনুরাগীদের সঙ্গে তাল মিলিয়ে ‘মাম্পি’র দাবি, ‘‘কালো পাঞ্জাবিতে দারুণ মানিয়েছিল রাহুলকে।’’ আর তখনই রাজা বলে ওঠেন ‘‘পাঞ্জাবিটা আবার ছিঁড়বি?’’ তারপর কিছু অনুরাগীদের কৌতূহল, পর্দায় যাঁদের এত প্রেম বাস্তবে সেই রাহুল-রুকমার মনে পরস্পরের প্রতি কি ভালবাসার ছিটেফোঁটাও নেই? রুকম এর উত্তর এড়িয়ে যান কিন্তুজ রাহুল বলে ওঠেন, ‘‘খুব ভালবাসি রুকমাকে।’’ মুহূর্তেই ভাইরাল তাদের এই ভিডিও।







