মাদকচক্রে জড়িত আরো ২৫জন তারকার নাম ফাঁস করে দিলেন রিয়া!
গতকাল (মঙ্গলবার) গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। এর আগে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। এমনকি রিয়া বাবাও নাকি সংবাদ মাধ্যমে বলেছেন, ‘ছেলে সৌভিক যখন গ্রেফতার হয়েছে, তাহলে এখন মেয়ে রিয়ার পালা’। গ্রেফতারের আগে রবিবার ও সোমবার টানা কয়েকঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল রিয়া ও সৌভিককে।
সেখানে নাকি রিয়া মাদকচক্রে জড়িত আরো ২৫জন বলিউড তারকার নাম ফাঁস করে দিয়েছেন।জানা যায়, বলিউডের অনেক নামি তারকার বাড়ির পার্টিতে নাকি মদ্যপানের আসর বসানো হয়।এমনকি রিয়া নাকি তার পার্টিতে মদ্যপানের সঙ্গে সঙ্গে গাঁজাও রেখে দিত । আর সেই গাজা তিনি আনতেন দীপেশ সাওয়ান্তের নামে এক ব্যক্তিকে দিয়ে। সুশান্তকে নাকি রিয়া সেই গাজা সরবরাহ করতেন।
রিয়া বলিউডের পরিচালক, ও বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তারা মাদক চক্রের সঙ্গে জড়িত। আর জানা যাচ্ছে, কয়েকদিনের মধ্যে নাকি রিয়া যাদের নাম বলেছেন তাদের জেরা করা হবে। এমনকি সেই সঙ্গে রিয়ার এর মধ্যে কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখা হবে।