বিনোদন

মিমির চোখে কাজল পরিয়ে দিচ্ছেন ঋতুপর্ণ, ‘গানের ওপারে’র সেই অসামান্য মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী

বাংলা টলিউডের বর্তমান একজন জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় যিনি রয়েছেন তিনি হলেন মিমি চক্রবর্তী। তিনি আজ থেকে প্রায় ১১ বছর আগে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউস ‘আইডিয়াজ’ প্রযোজিত ‘গানের ওপারে-র মাধ্যমে মিমি নিজের ক্যারিয়ার জীবনে শুরুই করেন। শুধু তাই নয় ঋতুপর্ণর ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছিল ‘গানের ওপারে’। মিমির হাত চলা কথা বলা সবই শুরু হয়েছিল ঋতুপর্ণ ঘোষের হাত ধরে।

ঋতুপর্ণ-এর সান্নিধ্যে এসে মিমি টমবই থেকে হয়ে উঠেছিলেন মোহময়ী নারী। শুধু মিমি নন, বাংলার প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যীশু থেকে শুরু করে অমিতাভ, ঐশ্বর্য, বিপাশা, কিরণ খের এর মতন বড় মাপের শিল্পীরা অভিনয় করেছিলেন ঋতুপর্ণের সান্নিধ্যে এসে। আর মিমির সৌভাগ্য যে প্রথমেই তিনি ঋতুপর্ণ-এর মত লেজেন্ডের সান্নিধ্যে এসেছিলেন।

ঋতুপর্ণ এমন একজন আর্টিস্ট যিনি কিনা যেকোনো বড় ব্যাপারকে খুব সুন্দর ভাবে শেখাতে পারতেন। একজন শিল্পীর ভিতরের প্রতিভাকে বাইরে বের করে আনার জন্য পরিশ্রম করতেন তিনি। ঋতুপর্ণর কাছে যেকোনো চরিত্রই জীবন্ত হয়ে উঠতো। এই পুপে’ চরিত্রে অভিনয়ের জন্য ঋতুপর্ণ তিলতিল করে তৈরী করেছিলেন মিমিকে। শুধু তাই নয় ‘পুপে’-র ড্রেসর কন্সেপ্টটাও ঋতুপর্ণর ঠিক করা।

কিন্তু এরকম একজন শিল্পী যার কোনো তুলনা হয় না। তিনি আজকে সবার মাঝে নেই। তিনি নেই পরে আছে তার শিক্ষা আর স্মৃতি। আর সেই পাতা উল্টে দেখলেন মিমি। গানের ওপারে ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন মেক আপ রুমে মিমির চোখ কাজল দিয়ে এঁকে দিচ্ছিলেন ঋতুপর্ণ। আর সেই পুরোনো ছবিই পোস্ট করলেন মিমি চক্রবর্তী। ঋতুপর্ণর স্মরণে ভাসলেন মিমি চক্রবর্তী।

Back to top button