বিনোদনভাইরাল ভিডিও

একরত্তি ছেলেকে কোলে নিয়ে দুর্দান্ত নাচলেন পূজার স্বামী! বাবার কীর্তিতে বিরক্ত হয়ে চোখ রাঙালেন কৃশিব

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জী। গত বছর অক্টোবর মাসে পূজা প্রথম মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন। প্রথম মা হওয়ায় অভিনেত্রী বেশ খুশি। একমাত্র ছেলের নাম রাখেন কৃশিব। এদিকে দেখতে খানিকটা বড় হয়ে গেলো পূজা ও কুনালের ছেলে কৃশিব। শিবরাত্রির দিন কৃশিবের ৫ মাসের জন্মদিন পালন করেছেন দম্পতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

ছোট্ট ছেলের সাথে নানান মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন অভিনেত্রী। কোনো সময় খাওয়ার ভিডিও ও তো কোনো সময় ঘুম পড়ানোর নানান ভিডিও শেয়ার করে থাকেন তিনি । অভিনেত্রী নিজের ছেলের নাম রেখেছেন কৃশিব। ছেলে জন্মানোর পর অভিনেত্রী পূজা ক্যাপশনে লেখেন,”হরে কৃষ্ণ। ওঁ নমঃ শিবায়। আপনাদের মুখোমুখি আমাদের ছেলে কৃশিব।” কৃষ্ণ ও শিবের নামের সাথে মিল রেখে অভিনেত্রী এই নাম রাখেন।

ছেলে যত বড় হচ্ছে বাবা মার চিন্তাও বেড়ে যাচ্ছে। কারণ ছেলে দিন দিন বেশ দুস্টু হয়ে উঠছে। ছেলেকে সামলাতে বাবা মা দুজনেই রীতিমত হিমশিম খেয়ে যান। সম্প্রতি অভিনেত্রী কৃশিবকে তার বাবা নেচে নেচে খাওয়াচ্ছে তার এ একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছেলেও তো কোনো ভাবেই খেতে চায়না। সারা মুখে খাওয়ার লেগে যায়। শুধু কৃশিবের নয় তার সাথে সাথে তার মায়েরও সারা মুখে লেগে যায়। আর সেই সময়ই নাচতে থাকেন কুনাল। যা দেখে বেশ খুশিও হয়েছেন কৃশিব । তবে অভিনেত্রী এই মজার ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ” কবে যে তুমি নিজে খেতে শিখবে”।

 

View this post on Instagram

 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

ছেলের দুস্টুমীতে নাজেহাল হয়ে পড়েছে তারা । এবারে ফের ছেলে কৃশিবকে কোলে নিয়ে দুর্দান্ত নাচলেন পূজার স্বামী কুনাল। আর ছোট্ট কৃশিব তার বাবার এইসব কান্ড কারখানা দেখে অদ্ভুত মুখভঙ্গি করেছে, আর তাদের সেই বাবা ছেলের কান্ড দেখে বেশ খুশি নেটজনতা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাদের সেই ভিডিও।

Back to top button