বিনোদন

প্রিয়াঙ্কার স্বামী নিক-কে দেখে মুগধ পরিণীতি, জানালেন মনের গোপন ইচ্ছের কথা

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পরিণীতি চোপড়া। শুরুর দিকে তিনি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চেয়েছিলেন। তবে তিনি ২০১১ সালে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বলিউডের ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমার মাধ্যমে। আর তারপরেই তার হাতে এসেছে একের পর এক সিনেমার অফার। আর সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি চমকে দিয়েছেন দর্শকদের।

বলিউডে পরিণীতির আর একটি পরিচয় হলো সে প্রিয়াঙ্কা চোপড়ার মামাতো বোন। সিনেমা জগতে প্রিয়াঙ্কা চোপড়াও করেছেন দাপটের সাথে অভিনয়। আর সেই প্রসঙ্গেই পরিণীতি তার জামাইবাবু নিক সম্পর্কে বলেছেন -‘নিঃসন্দেহে নিক একজন সেরা ব্যক্তি। একজন নিখুঁত ব্যক্তির মতোই নিকস্টার।’

পরিণীতি চোপড়া সেই সাক্ষাৎকারে আরও বলেন -‘নিক প্রিয়াঙ্কাকে খুব ভালোভাবে বুঝতে পারেন। এছাড়া তিনি সফল, অত্যন্ত পরিবার-ভিত্তিক, সৎ, সরল এবং সত্যিই খুব যত্নবান একজন মানুষ। এক কথায় যদি বলা হয়, আপনি কেমন গুণসম্পন্ন ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে চান, সেক্ষেত্রে নিক একদম সঠিক ব্যক্তিটি হবেন।’

তিনি সাক্ষাৎকারে আরও বলেন ‘বিয়ের ছয়-আট মাস আগে নিকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সেখানে মিমি দিদিও(প্রিয়াঙ্কা) ছিলো। তাদের দুজনকে খুব সুখী দম্পতি দেখাচ্ছিল। আমি মিমি দিদিকে বলেছিলাম- নিক আমার দেখা সবচেয়ে ভালো মানুষ এবং তিনিই সেরা পুরুষ।’

সবশেষে নিজের মনের গোপন ইচ্ছের কথা জানিয়ে বলেন ‘আমি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই যিনি আমাকে বুঝবেন। আর সে চলচ্চিত্র বা বিনোদন জগতের কেউ হতে হবে এমনটা নয়।’

Back to top button