
ভারতের জাহারখন্ড রাজ্যের এক দারিদ্র পরিবারের মেয়ে সীমা করে দেখালেন এক অনন্য কীর্তি। সীমা বৃত্তি অর্জন করে সুযোগ পেয়েছে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার। তার সেই কঠিন লড়াই ও দারিদ্রতার মাঝে নিজেকে মেলে ধরার গল্প নজরে পরে বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়ার। প্রিয়াঙ্কা সবসময় নারী শিক্ষার বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন আর এবার তিনি এক নারীরত সাফল্যে হলেন উৎফুল্ল।
তাই তিনি সীমার জীবনের গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রিয়াঙ্কা এক টুইট বার্তায় লিখেছেন ‘মেয়েকে শিক্ষিত করুন এবং সে বিশ্ব বদলে দিতে পারে… এমন অনুপ্রেরণামূলক অর্জন। ব্রাভো সীমা। তুমি পরবর্তী সময়ে কী করছো, তা দেখার জন্য আমার তর সইছে না।’
Educate a girl and she can change the world… such an inspiring achievement.
Bravo Seema 👏🏽👏🏽
I can’t wait to see what you do next.https://t.co/vKSq5rMEOv#YuwaIndia @Tarunmansukhani— PRIYANKA (@priyankachopra) April 23, 2021
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা এখন রয়েছেন মার্কিন মুলুকে। সম্প্রতি তিনি হলিউডের একটি রোমান্টিক সিনেমা ‘টেক্সট ফর ইউ’ -এর কাজ শেষ করেছেন। বর্তমানে স্বামী নিকের সাথে ও সিনেমা জগতের কাজে নিজেকে ব্যস্ত রেখে ভালোই আছেন প্রিয়াঙ্কা।