‘গর্ভবতী’ নুসরত জাহান, গর্ভের সন্তানের বাবা বলে নিজেকে মানতে নারাজ নিখিল, ফাঁস তথ্য

করোনা আবহে সমস্ত কিছুই বোঁধ থাকার কারণে মানুষ আবারও গৃহবন্দী হয়ে পরে আছেন। শ্যুটিং ফ্লোর বন্ধ থাকায় অভিনেত্রীদের নানান বোল্ড লুকের ছবি ধরা দিচ্ছে নেট দুনিয়ায়। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত হয়ে উঠেছেন দিন দিন বোল্ড অ্যান্ড ওয়াইল্ড।এতদিন তিনি নানান ছবি পোস্ট করে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন পরে সেগুলির যোগ্য জবাব দিয়েছেন তিনি।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি বিয়েটাও সেরে ফেলেছিলেন। তার পাশাপাশি অভিনেত্রীর আরেকটি পরিচয় হল তিনি একজন তৃণমূল সাংসদ। ২০১৯-এ ব্যাবসায়ী নিখিল জৈনের সাথে নিজের বিয়েটা সেরে ফেলেন অভিনেত্রী খুব ধুমধাম করে। স্বামী সংসার ও রাজনীতি সবকিছু সামলে নিচ্ছিলেন অভিনেত্রী কিন্তু হঠাৎই সম্পর্কে চির ধরে। বর্তমানে টলিউড অভিনেতা যশ-এর সাথে সম্পর্কে রয়েছেন। নানা সময় তাদের একসাথে সময় কাটাতে দেখা যায়।
এর মধ্যেই খবর মা হতে চলেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। টলিপাড়ার অলিতে-গলিতে এখন একটাই কিসসা। গতকাল সকাল থেকেই নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুম উড়েয়েছিল। আর অন্যদিকে নুসরতে স্বামী নিখিল জৈনের কাছে একের পর এক ফোন আসছে গতকাল সকাল থেকে। আর সেই ফোনে রীতিমতো তিতিবিরক্ত নুসরতের প্রাক্তন নিখিল।নুসরতের গর্ভের সন্তানের বাবা বলে নিজেকে মানতে নারাজ নিখিল, এমনটাই নিখিল সোজাসোজি জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমে। তবে তার চেয়েও বেশি হতবাক হয়েছেন তার প্রতিক্রিয়া জানতে চাওয়ায়।
নিখিল জানান, ‘নুসরত যে মা হতে চলেছেন এই কথা আমি জানিও না। কারণ আমার সঙ্গে নুসরতের কোনও যোগাযোগ নেই। এবং প্রায় ৬ ধরে আমরা আলাদা আছি।’ এমনকি নিখিল আরো জানান, ‘নুসরত এখন যে সঙ্গীর সঙ্গে রয়েছে তার সঙ্গেই যেন ভাল থাকে। ঈশ্বর ওদের মঙ্গ ল করুক। এবং আমিও আমার মূল্যবোধ নিয়ে ভাল আছি। ‘ এরপর থেকেই নেটিজেনদের অনেকেই প্রশ্ন করছে তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? যদিও কোনোরকম উত্তর মেলেনি।







