বিয়ের আগেই ‘প্রি-হানিমুন’, পাহাড়ের কোলে দাড়িয়ে সারি সারি মেঘের মধ্যে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট ইমন-নীলাঞ্জনের

বিয়ের আগেই ‘প্রি-হানিমুনে’ দেখা গেল ইমন ও নীলাঞ্জনকে। রোজকার একঘেয়েমি কাটাতে দার্জিলিং-এ চুটিয়ে প্রেম করছেন এই জুটি । আর কোনও লুকোচুপি নয়, বেশ মজার চলেই নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত গুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ইমন-নীলাঞ্জন।
সম্প্রতি ইমন-নীলাঞ্জন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, হবু স্বামী নীলাঞ্জনের গালে চুম্বন করছেন গায়িকা ইমন। আর সেই চুম্বনও বেশ খোশমেজাজে উপভোগ করছেন ইমনের হবু স্বামী নীলাঞ্জন।
পাহাড়ের কোলে দাড়িয়ে সারি সারি মেঘের মধ্যে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই প্রেমিক জুটি । ইমন-নীলাঞ্জনের এই ছবি প্রকাশ্যে আসতেই নজর কারে নেটিজেনদের। ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
এমনকি শুধু তাই নয়, আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে টালিউড গায়িকা ইমন নীল আকাশের মেঘের সঙ্গে ছবি শেয়ার করেছেন।যা মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়।