বিনোদন

মাথা ভর্তি সিঁদুর আর পরনে কনের সাজ, চুপি সারেই বিয়ে সেরে নিলেন জনপ্রিয় বাঙালি নায়িকা!

অভিনেত্রী শর্মিলা ঠাকুরের অভিনয়ের জীবন যাত্রা শুরু হয় সত্যজিৎ রায়ের পরিচালিত ‘আপুর সংসার’ দিয়ে সেখানে শর্মিলা ঠাকুর অর্থাৎ উড়নচণ্ডী অপুকে সংসারে বেঁধে রেখেছিলেন পর্দার অপর্ণা আদর্শ বাঙালি বধূর ভূমিকায় অভিনয় করে সকলকে বুঝিয়ে দিয়েছেন সরলতার সংজ্ঞা এরপর সেখান থেকে আসে ‘দেবী’ এই দেবী ধারাবাহিকেও শর্মিলা ঠাকুরকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে এখানেও শর্মিলা ছিল অনন্যা একদিকে ছিল খোকাকে বাঁচাতে না পাড়ার কষ্ট আর অন্যদিকে ছিল উদ্ভ্রান্তের মতো বাড়ি থেকে বেরিয়ে আসা – এই সবকিছু অত্যন্ত সুন্দর ভাবে তুলেধরতে পেরেছিলেন সত্যজিৎ রায় ও অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এখন আবার সেই ‘দেবী’ সাজতে চলেছেন অভিনেত্রী পার্নো মিত্র।

সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত ছবি ‘দেবী’ এখন নতুন ভাবে তৈরী হচ্ছে?আর সেই ছবিতে অভিনেত্রী পার্নো মিত্র অভিনয় করতে চলেছে কী? প্রসঙ্গত, ইন্সটাগ্রামে অভিনেত্রী পার্নো এমন কিছু ছবি পোস্ট করেন যা দেখে অনেকেরই মনে হয়েছে ‘দেবী’ আবারও রিমেক হতে চলেছে সেখানে পার্নোকে দেখা গিয়েছে পুরো কনের বেশে, কপালে চন্দন, চোখে মোটা করে টানা কাজল, নাকে ঝোলা নথ সেই সঙ্গে আবার গলাতেও সোনার গহনা অভিনেত্রীর এসব পড়া এমন সাজ দেখে সকলে ভাবছেন আবার ‘দেবী’ রিমিকে হতে চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Queen P (@parnomittra)

একটি সংবাদপত্রের মাধ্যমে পুরো বিষয়তা জানালেন অভিনেত্রী আসলে এসব ছবি গুলো ছিল মুম্বাইয়ের চিত্রগ্রাহক গৌরব গঙ্গোপাধ্যায়ের আইডিয়া সে সাজার পরেও নিঁ৯জেকে আয়নাতে দেখেননি এবং তাকে যে দেবীর বেশে সাজানো হয়েছে তাও সে জানতো না এছাড়াও সাজলে যে তাঁকে শর্মিলা ঠাকুরের মতো দেখতে লাগবে সেটাও সে বুজতে পারেননি।

অভিনেত্রী আয়নাতে নিজেকে দেখার পর তাঁর মাথায় খালি আসছিল ‘আপুর পাঁচালি’-র দৃশ্যগুলো প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘আপুর পাঁচালি’-তে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী পার্নো মিত্রকে , সুবীর বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে তৈরী হয়েছিল আপুর পাঁচালি সেখানে সুবীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন পার্নো মিত্র।

 

View this post on Instagram

 

A post shared by Queen P (@parnomittra)

Back to top button