গুড্ডিকে খুনের চেষ্টায় শিরিনকে গ্রেফতার করবে পুলিশ! ধারাবাহিকের ভিডিও ক্লিপ দেখে টানটান উত্তেজনা দর্শকমহলে

ভুল ওষুধ দিয়ে গুড্ডিকে মারার চেষ্টা করেছিল শিরিন! ডাক্তারদের প্রাণপন চেষ্টায় প্রাণে বাঁচলো গুড্ডি। টানটান উত্তেজনা ‛গুড্ডি’ ধারাবাহিকে। সুন্দর একটা কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। যার ফলে ব্যাপক প্রশংসার মুখে পড়েছিল ধারাবাহিকটি। কিন্তু যতদিন গড়িয়েছে ততই যেন ধারাবাহিক থেকে মুখ ফেরাতে শুরু করেছেন দর্শকেরা। একে তো ত্রিকোণ প্রেমের কাহিনী।
সিরিয়ালের নিয়মিত দর্শকেরা জানেন যে, গুড্ডি আর এখন সাধারণ কেউ নয়। সে এখন এসপি। আর ওদিকে অনুজ ডিআইজি। কাজের সূত্রে দুজনেরই পোস্টিং রুপপুরে। আর সেখানেই অনেক শত্রু তৈরি হয়েছে গুড্ডির। আর তারাই গুড্ডিকে গুলি করে। গুণ্ডাদের গুলিতে আহত হয় গুড্ডি। এর ফল নিয়ে শিরিন হাসপাতালে গুড্ডিকে দেখতে এসে করলো সর্বনাশ। যে ওষুধ আর প্রয়োজন নেই বার বার সেই ওষুধ সে গুড্ডিকে খাইয়ে দেয়। যথারীতি ওষুধ খেয়ে গুড্ডির কষ্ট হতে থাকে। সে নার্সকে ডাকতে বলে। কিন্তু শিরিন কিছুতেই ডাকে না।
যদিও অবশেষে ডাক্তারদের প্রাণপন চেষ্টায় প্রাণে বেঁচে যায় গুড্ডি। তবে এরই মাঝে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে যে, বাড়ি ফিরে শিরিনকে সে সন্দেহ করছে। কিন্তু শিরিনও ভালো মানুষী করতে থাকে। তবে, অনুজও ছাড়ার পাত্র নয় সেও বলে গুড্ডির খুনীকে ধরবে।
আর এসব কথা শুনে শিরিন তো একপ্রকার ভয় পেতে থাকে। তাহলে কি অনুজ এবার শিরিনকে গ্রেফতার করবে? যদিও তা জানা যাবে সিরিয়ালের আগামী পর্বগুলিতে। তবে, এই ভিডিও ক্লিপটি কোনো অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। ভিডিও ক্লিপটি একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শেয়ার হয়েছে।