“মানুষ কোভিডে মরছে আর আপনি এসব করছেন?” উন্মুক্ত পোশাকে ভিডিও শেয়ার করে ব্যাপক ট্রোলের মুখে পরে নুসরত
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত।টলিউডের হট অভিনেত্রীদের মধ্যে এদকজন। কিন্তু নানা সময় নানা বিষয় নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে তাকে। বর্তমানে সাংসদ-অভিনেত্রী চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। নতুন বছর শুরু হতেই অভিনেত্রীর জীবনে ঝড় উঠে যায়। কিন্তু সেই ঝড় মাথায় নিয়েই পারি দিয়েছিলেন রাজস্থানে। অবশ্য রাজস্থানে তিনি এক ছিলেন যান তার সঙ্গী হিসেবে ছিলেন যীশু দাসগুপ্ত। এরকমই অনুমান কিছু মানুষদের। তবে কখনো নিজের দাম্প্যত্য জীবন তো কখনো রাজনৈতিক বিষয় নিয়ে বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি।
গত বছর দীপাবলির সময় থেকেই নিখিলের সাথে নুসরতের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এখন তাদের মধ্যেও কোনো যোগাযোগ নেই। যে যার মত আলাদা ভালোই আছেন। বর্তমানে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য।
বর্তমানে চারিদিকে হাহাকার পরিস্থিতি। করোনা ভাইরাস যেভাবে সিক্সহরিয়ে পড়ছে তাতে করে মানুষের অবস্থা বেহাল হয়ে পড়েছে। বহু মানুষ মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। বন্ধ সমস্ত কিছুই। শ্যুটিং ফ্লোর থেকে সিনেমা হল শপিং মল । এরকম সময়ে অভিনেত্রী বোল্ড ফটোশ্যুট বুঝিয়ে দিলেন স্টাইলে তিনি এক নম্বরে।সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত। যেখানে একটি ওয়েস্টার্ন ড্রেস পরে ফটোশ্যুট করিয়েছেন।
View this post on Instagram
সাংসদ অভিনেত্রী সেটি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন,”আমি চাই মানুষরা পোশাক দেখুক, কিন্তু তারা মহিলাদেরই দেখে” ।তারপর লোকে কথা সোনাতেও ছাড়েনি। নুসরতের পোস্ট করার পর কেউ কেউ লিখেছেন “এইসব করো লক ডাউনের মধ্যে? এসব না করে বসিরহাটের লোকজনদের খবর নাও, দেব মিমিকে দেখে শেখ একটু, আগের লক ডাউনে পেট দেখিয়ে ভিডিও করেছ……”। আবার কেউ লিখেছেন “হটেস্ট এম পি ইন্ দ্যা ওয়ার্ল্ড”. কেউ লিখেছেন “মানুষ কোভিডে মারা যাচ্ছে আর আপনি এসব করছেন?” এরপর নুসরত কারুর কমেন্টের কোনোরকম রিপ্লাই করেননি।