বিনোদন

‘বেশ্যার মতো না হলে চলে না বুঝি’! ফের অপমানিত শ্রুতি দাস, এইবার অপমানের যোগ্য জবাব দিলেন ‘নোয়া’

ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’। এই ধারাবাহিকে ‘নোয়া’র চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস। এর আগে তিনি ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে অভিনয় করেছেন সেখান থেকে ‘দেশের মাটি’। এই ধারাবাহিকের মাধ্যমে তার জনপ্রিয়তা বেড়ে যায়। সকলের পরিচিত হয়ে ওঠে নোয়া ওরফে শ্রুতি দাস। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন করোনায়। এখন সুস্থ আছেন। শ্রুতির অভিনয়, গানের গলা, নাচ সবই ভালো করে রপ্ত করেছেন। নিজের দক্ষতায় টলিপাড়াতে বেশ জনপ্রিয় ।

কিন্তু অভিনেত্রীর জনপ্রিয়তার পাশাপাশি তিনি বারবার ট্রোলের মুখোমুখিও হয়েছিলেন। কিন্তু তিনি তার মোক্ষম জবাব দিয়েছিলেন। প্রায়দিনই অচেনা অচেনা কিছু কুরুচিকর ব্যক্তিদের নানান কুমন্তব্য শুনতে হয় অভিনেত্রীকে, তবে এই মানুষদের নোংরা মানসিকতার সঙ্গে এখন অনেকটাই খাপ খাইয়ে নিয়েছেন শ্রুতি। এর আগেও সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে সহবাস করা নিয়ে সরাসরি প্রশ্ন করেন শুভজিৎ নামের এক জনৈক ব্যক্তি। ওই ব্যাক্তির প্রশ্নের যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রী শ্রুতি ফের ট্রোলের মুখে পড়লেন। এবারে একজন ব্যাক্তি অভিনেত্রী শ্রুতির গানের ভিডিও দেখে মন্তব্য করেছেন, ‘বেশ্যার মতো না হলে চলে না বুঝি’।এর উত্তরে পুরো ধুয়ে দিলেন সেই ব্যাক্তিকে, তিনি বললেন,” নিঃসন্তান আশা করি। সংসারে একদিন হয়তো এমন টানাটানি হল.. ঈশ্বর না করুন, আপনার বাড়ির মেয়েকেই হয়ত দেহব্যবসা করে পেটের ভাত অর্জন করতে হল… কাউকে ছোট করবেন না। ভেবে নিন আমি ওঁনাদেরই প্রতিনিধিত্ব করলাম। মা দুর্গার পুজো হবে না, ওঁনাদের ভিটের মাটি ছাড়া। সুস্থতা কামনা করি”

 

View this post on Instagram

 

A post shared by Shruti Das (@shrutidas_real)

অভিনেত্রী শ্রুতি এই কুরুচিকর মন্তব্য এড়িয়ে যেতেই পারতেন। তবে এরকম মস্তিষ্কের মানুষদের প্রশ্ন এড়িয়ে নয় সরাসরি সকলের সামনে উত্তর দেওয়া উচিত। এরপর আর কোনো মেয়েকে এই ধরণের প্রশ্ন করতে দুবার ভাববে মানুষ। শ্রুতিকে এর আগেও গায়ের রং নিয়ে মন্তব্য শুনতে হয়েছিল। প্রেমিক স্বর্ণেন্দুকে নিয়ে নানান কটুক্তি শুনেছেন এবং এখনো শোনেন শ্রুতি।এর যথাযথ যোগ্য উওর ও দিয়েছেন। এখানেই শেষ নয় করোনার সময় কিছু মানুষ শ্রুতির জন্য মৃত্যুকামনা করেছেন। কিন্তু অভিনেত্রী সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া এখন শিখে গেছেন।

 

Back to top button