উন্মুক্ত ‘বক্ষ-বিভাজিকা’ দর্শনার, অশ্লীল মন্তব্য নেটিজেনদের, ‘ক্লিভেজ’ শো-অফ নিয়ে স্পষ্ট জবাব নায়িকার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক।ইতিমধ্যে অভিনেত্রীর ভক্তের সংখ্যা বহুগুণ বেড়ে গিয়েছে। মিষ্টি হাসি, আকর্ষণীয় চেহারা দিয়ে দর্শনা মন জয় করেছেন ভক্তদের। অভিনেত্রীর চোখের ছাউনিতে যেন কাত হাজার পুরুষ। সব কিছুতেই উষ্ণতা ছড়াচ্ছে অভিনেত্রী দর্শনা বণিক।সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা রকম ছবি পোস্ট করে নজর কাড়ছে নেটিজেনদের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন দর্শনা বণিক। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। তবে নেটিজেনদের অশ্লীল মন্তব্যের শিকার হন অভিনেত্রী দর্শনা বণিক। দর্শনা প্রতিবার চুপ করে থাকলেও এবার আর চুপ করে নেই । তিনি নেটিজেনদের এমন অশ্লীল মন্তব্যের স্পষ্ট জবাব দিয়েছেন।
দর্শনা জানিয়েছেন, এই সব কিছু আগে ভাবতাম। কিন্তু এখন আর পাত্তা দেই না। অভিনেত্রীর মতে, শুধু তারকারাই নন, সমস্ত নারী এই অশ্লীল মন্তব্যের শিকার। মহিলাদের জন্য এটা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
View this post on Instagram
প্রসঙ্গত, দর্শনা সবসময় নিজের মতন করেই স্টাইলকে বেছে নিতে ভালোবাসেন। তিনি সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করে থাকেন না কেন তা ভাইরাল হতে বেশি সময় লাগেনা। দর্শনার মিষ্টি হাসিতে মাতোয়ারা নেটিজেনরা।