সমুদ্র সৈকতে রানী রাসমণির গদাধর স্ত্রী ও পুত্রকে নিয়ে ভ্রমণে গেলেন, সঙ্গ দিলেন রানীমা!

বাংলা ধারাবাহিক সকল দর্শকের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছে। সন্ধে নামলেই টিভির সামনে বসে পড়েন বাড়ির মা কাকিমার। কিন্তু ধারাবাহিকে যেসব অভিনেতা অভিনেত্রীরা কাজ করে সকলের মনরঞ্জন করেন তাদেরও তো ছুটির প্রয়োজন। কাজের ফাঁকে যদি একটু ঘুরতে যাওয়া যায় তাহলে তো ভালোই লাগে তাই না। সবসময় তো কাজ যিয়েই ব্যাস্ত থাকতে হয় তাই একটু ছুটি পেলেই একটু ভিন্ন মুডে দেখা মেলে টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদের।
জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’র গদাই ঠাকুর, স্ত্রী সুস্মিতা ও একমাত্র ছেলেকে নিয়ে বেড়িয়ে পড়েন সমুদ্রের কোলে ঘুরতে। না শুধু গদাই ঠাকুরের পরিবার নয় সাথে দিয়েছেন রানীমা ওরফে দিতিপ্রিয়া। খুব বেশি দূরে নয়, কলকাতা শহরের কাছেই তাজপুর। সেখানেই ছুটি কাটাতে দেখা যায় সৌরভ সাহা ওরফে গদাই ঠাকুরের পরিবার ও দিতিপ্রিয়াকে।
View this post on Instagram
গত দশ বছরেরও বেশি সময় ধরে বাংলা টেলিভিশন জগতে অভিনয় করছেন অভিনেতা সৌরভ সাহা। এর আগেও বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় সৌরভকে। রানী রাশমনিতে কয়েক মাস আগেই শুরু হয়ে গেছে রামকৃষ্ণদেবের গদাধর থেকে পরমহংস হয়ে ওঠার গল্পটি। আর সেই কিংবদন্তি চরিত্রেই অভিনয় করছেন অভিনেতা সৌরভ সাহা।
কাজের ফাঁকে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন অভিনেতা সৌরভ। তিনি মনে করেন অভিনয়ই তার পেশা তাই রাজনীতিতে নাম লেখেননি তিনি। কাজের ফাঁকে মাঝে মধ্যে স্ত্রী পুত্রকে নিঁ৯য়ে বেরিয়ে পড়েন ভ্রমণে। বেশ কিছুদিন আগেই স্ত্রী এবং তাঁদের একমাত্র পুত্রসন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মংপুতে। রানী রাশমনিতে শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেন অভিনেতা সৌরভ সাহা।