OMG! ১৫০ কোটির ছবিতেও নকল শিশু, ফ্লপ ‘শামশেরা’ সিনেমায় রণবীরের কোলে কি ছিল ওটা?

‘শামশেরা’ ছবিটিকে ঘিরে আকাশছোঁয়া প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু রণবীর কাপুর অভিনীত এই ছবিটি সিনেমাপ্রেমীদের ছিটেফোঁটা প্রত্যাশাও পূরণ করতে পারেনি। ১৫০ কোটি খরচ করে যশরাজ ফিল্মস এই ছবিটি নির্মাণ করেছিল। কিন্তু কুড়িয়ে–বাড়িয়ে ‘শামসেরা’ ৩৭ কোটির মতো ব্যবসা করেছে। আর এ জন্য দিন–রাত এই ছবির পরিচালক করণ মালহোত্রাকে নেট–দুনিয়ায় হেনস্তা করা হচ্ছিলো ।
‘শামশেরা’ ছবিতে রণবীর কাপুরকে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে । এই ছবিটি বক্স অফিসে ধরাশায়ী হলেও রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন তার ফ্যানেরা। ‘শামশেরা’ ছবিতে রণবীরের বিপরীতে দেখা গেছে বাণী কাপুরকে।১ মাসের মতো হয়েছে এই সিনেমা ফ্লপ বলে ঘোষণা করা। কিন্তু তবুও যেন আবার নতুন করে ঝড়।
‘শামশেরা’য় বল্লি এবং সোনার সন্তান জন্ম নেয়। সেই একরত্তিকে কোলে নিয়েই যুদ্ধে নাম তার মা অর্থাৎ বাণী। আর এই দৃশ্যে দেখেই ট্রোল শুরু হয় আবার। সেই যুদ্ধের দৃশ্যে নাকি বাণীর হাতের সন্তানটি যে আসলে দলা পাকানো কাপড়, আর তা স্পষ্টই ক্যামেরায় দেখা যাচ্ছে । শুধু তাই অন্য দৃশ্যতেও এমনটাই চোখে পড়েছে। নেটদুনিয়ায় শুরু হয়েছে একের পর এক ট্রোলিং। একজন লিখেছেন, ‘১৫০ কোটির ছবিতে এত বড় ভুল!’ অন্যজন লিখেছেন , ‘কলেজে নাটকের সময় অন্তত একটা খেলনাকে কাপড়ে জড়াতাম আমরা। ওরা সেটারও প্রয়োজন বোধ করেনি। অবাক হচ্ছি।’