বিনোদন

ভোট প্রচারের ফাঁকে ‘নুসরত’ এর ‘পাওরি’ ভিডিও ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায় !

বর্তমানে ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ‘নুসরত জাহান’। ব্যাস্ততার কারণে কোনো নতুন ছবিতে হাত না দিলেও সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন ছবি পোস্ট করেই চমকে দিচ্ছেন তার অনুরাগীদের। সম্প্রতি হিঙ্গলগঞ্জে ভোট প্রচারে যাওয়ার ফাঁকে ‘পাওরি’ করলেন নুসরত। আর নুসরতের সেই ‘পাওরি’ ভিডিয়ো এখন তুলুম ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিধানসভা ভোটকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। যদিও ভোটার ময়দানে উপস্থিত নেই তৃণমূলের তারকা সংসদ নুসরত জাহান। কিন্তু দলীয় প্রার্থীদের হয়ে ভোট প্রচারে প্রতিদিনই রাজ্যের এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। অন্যদিকে ভোট প্রচারের ফাঁকেও ‘পাওরি’ করলেন নুসরত। সম্প্রতি হিঙ্গলগঞ্জে নুসরতের ‘পাওরি’ ভিডিয়ো এখন তুলুম শোরগোল করছে সোশ্যাল মিডিয়ায়।

নুসরতের একটি ফ্যান পেজ থেকে পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো। সেখানে নুসরত জাহানকে ‘পাওরি’ করতে দেখা গেল তাঁর দেহরক্ষী এবং ব্যক্তিগত সচিবকে নিয়ে। গাড়ির ভিতরে বসেই সেই ভিডিয়োটি মুঠোফোনে বন্দি করেছেন নুসরত। ভিডিয়োতে নায়িকাকে বলতে শোনা গেল, ‘ইয়ে হিজলগঞ্জ হ্যায়। ইয়ে হামারা টিম হ্যায়। হাম ক্যাম্পেনিং কর রহে হ্যায়। ইয়ে হামারি গাড়ি হ্যায়। হামারি পাওরি হো রহি হ্যায়’। ভিডিয়োতে হলুদ সালোয়ার কামিজে পাওয়া গেল নুসরতকে। সঙ্গে খোলা চুল আর রোদচশমায় ঝলমল করলেন তারকা সাংসদ নুসরত জাহান।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

এখন এদেশেও তুমুল ভাইরাল ‘পাওরি’, এর শুরুবাদ হয়েছিল পাক তরুণী দানানির মোবিনের সুবাদে। এখন আট থেকে আশি দানানিরের ‘পাওরি’ উচ্চারণে মেতে রয়েছেন। এখানেই থামেনি, সেই ট্রেন্ড এখন বাংলার ভোট প্রচারেও চলছে। এর আগেও নুসরত কে একবার পাওরি করতে দেখা গিয়েছিলো। নুসরতের সাথে তার টলিউড এর বন্ধু তথা বিরোধী শিবিরের প্রার্থী শ্রাবন্তিকেও ভোট প্রচারের ফাঁকে ফুচকা খেতে খেতে পাওরি করতে দেখা গিয়েছিলো। তুমুল ভাইরাল নুসরতের এই পাওরি ভিডিও।

Back to top button