ভাঙছে সংসার! এরমধ্যেই খোলামেলা হট পোশাকে পুরুষ হৃদয়ে ঝড় তুলল নুসরাত

নুসরাত জাহান অভিনেত্রীর পাশাপাশি এখন একজন তৃণমূল সংসদ। সোশ্যাল মিডিয়াতে সামাজিক কার্যকলাপের জন্য বেশ প্রশংসিত একজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হলেন নুসরাত। তিনি অসহায় মানুষের পাশে মাঝেই মাঝেই এসে ধরা দেন।টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত জাহান(Nusrat Jahan)। তিনি এক বছর আগেই ২০১৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain) সাথে। তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছে। নুসরাত বেশ বুদ্ধি করেই সামলাচ্ছেন স্বামী -সংসার -সাংসদ -ক্যামেরার কাজ।
কিন্তু হঠাৎ করেই আবার নুসরাত নেটিজেনদের কাছে হয়ে উঠলেন আলোচনার বিষয়। সোশ্যাল মিডিয়ায় নুসরাত ও যশের মধ্যে প্রেম পর্ব শুরু নিয়ে চলছে গুঞ্জন। আর তার মাঝেই জোশ ও নুসরাতের রোমান্টিক কিছু আলাপচারিতা দেখা গেলো সোশ্যাল মিডিয়াতে। তাই নেটিজেনদের মধ্যে বাড়ছে কৌতূহল।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে নুসরাত জাহানের নতুন ছবি ‘ডিকশনারি’র লুক।নুসরাত বাঙালি সাজ হোক বা ওয়েস্টার্ন লুক সবেতেই তাকে দারুন মানায়। আর এবার তিনি ধরাদিলেনখোলা চুলে, হলুদ শাড়িতে। মাঝ কপালে ছোট্ট টিপ, অল্প গয়নায়, মেকআপহীন নুসরাত যথারীতি নজর কেড়েছেন সবার।
আর এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো নুসরাতের একটি বোল্ড ও হটনেসে ভরপুর ছবি যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই ভাইরাল হয়ে যায়। নুসরাতের হট অবতার দেখে প্রশংসা করছে নেটিজেনরা।
View this post on Instagram







