বিনোদন

নুসরাতের সঙ্গে নিখিলের তিক্ততা, এর মাঝেই খুশির খবর দিলেন সাংসদ-অভিনেত্রী

টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান বিয়ে করেন ব্যাবসায়ী নিখিল জৈনকে। বিয়ের পর বেশ সুখেই ঘর করছিলেন নিখিল-নুসরাত। তবে গত কিছুদিন ধরে যেন সেই আগের মতো সম্পর্ক নেই নিখিল-নুসরাতের। এমনটা হবে কেউ ভাবতেই পারেনি। নিখিল-নুসরাতের মাঝে টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ঢুকে পড়েছেন বলে অনুসমান করছেন ভক্তরা। নুসরতের রাজস্থান ট্রিপের পরই নিখিল ও তাঁর সম্পর্কে চিড় ধরা নিয়ে জল্পনা তুঙ্গে। যার ফলে নিখিল ও নুসরতের জীবনে তিক্ততা ক্রমশ বাড়ছে বলেই আন্দাজ ভক্তদের।

গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে নিখিল-নুসরাতের মাঝে সম্পর্কের তিক্ততার ছোয়া। একে অপরকে আনফলো করেছেন এই জুটি। বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে নুসরাত তার স্বামী নিখিলের সঙ্গে কোনো ছবি পোস্ট করেন না সোশ্যাল মিডিয়ায়। আর এর মাঝেই এক সুখবর দিয়ে বসলেন নুসরাত জাহান। কিন্তু কি সেই সুখবর?

জানা গিয়েছে, শীঘ্রই আসছে তাঁর আগামী ছবি ‘ডিকশনারি’।এই ছবিতে প্রধান ভূমিকায় থাকছেন নুসরাত জাহান এবং টলিউড অভিনেতা আবির চ্যাটার্জী। এই ছবির কাজ নাকি গত বছর অর্থাৎ ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের শুরুর দিকে শুরু করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে করোনা আবহের কারণে লকডাউন পরে যাওয়ায় এই ছবির শুটিং বন্ধ হয়ে যায় । এরপর আবার নতুন করে শুরু করা হয় শুটিং। আর এই ছবির শুটিং শেষ হতেই নুসরাত জানান শীঘ্রই আসছে তাঁর আগামী ছবি ‘ডিকশনারি’।

এই ছবিতে আবির চ্যাটার্জী অভিনয় করছেন অশোর সান্যালের চরিত্রে। পুরুলিয়া বন বিভাগের আধিকারিক। স্ত্রী, স্মিতার চরিত্রে রয়েছেননুসরাত জাহান। সামান্য মেকআপ, সাধারণ শাড়ি, খোলা চুল, এমন রূপেই ধরা দিলেন নুসরাত জাহান । একেবারে ভিন্ন লুকে তাঁকে দেখা যাবে টলিউডের এই অভিনেত্রীকে।

Back to top button