সাত পয়েন্টে বিতর্ককে বিঁধলেন নুসরত, বিবৃতি জারি করে দিলেন জবাব,তোপ দাগলেন নিখিলের বিরুদ্ধে

বেশ ধুমধাম করে তুরস্ক শহরে বোদরুমে বিয়ের আসর বসেছিল নুসরাত জাহান ও তার দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের। নুসরাত-নিখিলের বিয়েতে বসেছিল চাঁদের হাট । টলিউডের বেশিরভাগ তারকাই উপস্থিত ছিলেন নুসরাত-নিখিলের বিয়েতে। সাজানো সংসারের স্বপ্ন দেখে হয়েছিল চারহাত এক। তবে সেই স্বপ্ন এখন অতীত, বিচ্ছেদের ঝড়ে এখন নাজেহাল নিখিল-নুসরাত। গত ৬মাস যে একসঙ্গে নেই তারা। টলিউডের অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে রয়েছেন নুসরাত। এই নিয়ে নিখিল মুখ খুলেছিলেন বেশ কয়েকবার। তবে নুসরাত এই নিয়ে মুখ খোলেননি।
তবে এবার ছক ভেঙে সোজা বিবৃতি জারি করে ময়দানে হাজির নুসরত জাহান । ৭টি পয়েন্টে বিঁধলেন নিখিলকে।তথ্য সূত্র Asianet।
১-আমাদের বিয়ে হয়েছিল তুরষ্ক শহরে, যার ফলে ভারতের বুকে এই বিয়ের কোনও অস্তিত্ব নেই। পাশাপাশি ভারতীর নিয়ম অনুযায়ী আইনি বিবাহ শেষ কথা না। এই সম্পর্ককে লিভইন বলা যায়। সেই সূত্রেই আমাদের এই সম্পর্কের বিচ্ছেদের কোনও প্রসঙ্গই ওঠে না। এমনকি বেশ কয়েকমাস ধরেই আমরা আলাদা রয়েছি। তবে কখনোই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাইনি বলে কিছুই জানায়নি।
২-আমি কাজ হোক আর ব্যবসা , যে কাজেই যাই না কেন সেখানে অন্য কারুর সঙ্গে কোনোরকম সম্পর্ক থাকবে না।
৩-আমি খুবই সাধারণ পরিবারের মেয়ে। বোন ও পরিবারের বিষয়গুলিকে দেখার জন্য সেই সব মাথায় রাখতে হয়। তারা প্রত্যেকেই আমার দায়িত্ব। তার জন্য কারুর ক্রেডিট কার্ডের প্রয়োজন নেই।
৪- যে দাবি করেছে যে আমি তাকে ব্যবহার করেছি এবং যে নিজেকে ধোনি বলে মনে করেছেন প্রতিটা মুমূর্তে। সেই প্রতিটা মুহূর্তে আমার অনুপস্থিতি ছাড়াই ব্যাঙ্ক থেকে অনেক টাকা তুলেছে। সেই সময় আমি ঠিক থাকে খেয়াল করিনি। তবে আমি এই নিয়ে ব্যাঙ্ক গুলির সঙ্গে যোগাযোগ করছি। এমনকি খুব শীঘ্রই এই নিয়ে অভিযোগ দায়ের করবো।
৫-আমি আমার সমস্ত ব্যাগ, গয়না যাবতীয় জিনিস পত্র ফিরে পেতে চাই।
৬-একজন ব্যক্তি ধোনি হলেই কখনো একটি মেয়েকে সমাজের মাঝে টার্গেট করা ও ভিক্টিম হিসেবে নিজেকে উপস্থাপন করা।সেটা আমি উপভোগ করেছি। এমনকি সেটা শেয়ার করতে দেব না কাউকে।
৭-আমি কখনো নিজের বা অন্যের জীবন নিয়ে মুখ খুলিনি। এমনকি খুলবোও না। তবে যে নিজেকে সাধারণ মানুষ বলে ভাবে, তার কখনোই উচিত নয় অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে কখনো কথা বলা।