শাহরুখ-অজয় নয়, কাজলের জীবনে প্রথম ক্রাশ ছিলেন বলিউডের এই সুপারস্টার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল পর্দায় হিট ছিল বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে। বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে একের পর এক সুপারহিট সিনেমা করে দর্শকদের মনে পাকা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কাজল। আজও যেন হিট শাহরুখ-কাজল জুটি।

কিন্তু পরে বলিউড অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করে তার সঙ্গে ঘর সংসার করেন অভিনেত্রী কাজল। তবে অজয়-কাজল জুটিও কিন্তু বেশ হিট।বলিউডের সেরা দম্পত্যি হিসেবে পরিচিত অজয়-কাজল। তবে এবার নতুন খবর, জানেন কি শাহরুখ-অজয় নয়, বলিউডের আরো একজন সুপারস্টার ছিল কাজলের প্রথম পছন্দের মানুষ।

একথা নিশ্চই কাজল ভক্তদের অজানা। জানা যায়, কাজলের পছন্দের প্রথম ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এটা নিশ্চই জানা একসময় করণের সঙ্গে বেশ বন্ধুত্ব ছিল কাজলের। সেই সময় করণকে কাজল বলেছিলেন অক্ষয়কে তার ভালো লাগে।

এক ছবির প্রিমিয়ারে কাজল ও করণ বসে ছিল। আর দুজনেই অক্ষয়ের দিকে তাকিয়ে ছিল। কিন্তু পরে আর কিছুই বলতে পারেননি। আর একথা করণ জোহর ফাঁস করেছিলেন কপিল শর্মা শো-এ এসে। সেই সঙ্গে করণ এও বলেন, সেদিন রাতের কথা তিনি কোনোদিনও ভুলতে পারবেন না। কাজল সেদিন সারাক্ষন বলেছিলেন, অক্ষয় কুমার ভীষণ হট।







