বিনোদন

শুধু মাত্র প্রেমই নয়, অর্জুন-দর্শনার ‘মাঝে মাঝে তব’ জুড়ে রয়েছে অন্য এক ভিন্ন গল্প!

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক খুঁজে পেলেন তার প্রেম অর্জুন চক্রবর্তীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাঝে মাঝে তবো দেখা পাই’ এই গানটি মিউজিক ভিডিওতে রূপান্তরিত হয়েছে। ২ অক্টবর মুক্তি পেয়েছে ‘মাঝে মাঝে তবো দেখা পাই’ গানটি। যেখানে দেখা গিয়েছে অভিনেত্রী দর্শনা বণিক ও অভিনেতা অর্জুন চক্রবর্তীকে।

‘মাঝে মাঝে তবো গানটির বিভিন্ন কভার অচেনা সংগীতশিল্পীরা গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। গানটি রিঅ্যারেঞ্জ করেছেন অরিন্দম চ্যাটার্জী।যেখানে প্রেমে মজেছিলেন অভিনেত্রী দর্শনা বণিক ও অর্জুন চক্রবর্তী।শুধু মাত্র প্রেম নয়, সেখানে অন্য গল্প তৈরী হয়েছে।বেদনা,বিচ্ছেদ এরপর মৃত্যু। মৃত্যুর পর আবার মিল হয়ে যাওয়া।

গানটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জী। ‘মাঝে মাঝে তবো দেখা পাই’ গানটিতে অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে অভিনেতা অর্জুন চক্রবর্তীর রোম্যান্স দেখে মুগ্ধ হয়ে যায় ভক্তরা। ওই গানটিতে নায়ক-নায়িকাকে দেখা গিয়েছে মর্ডান পোশাকে। গানটির শুটিং হয়েছে রাজবাড়িতে। গানটি দেখে বেশ উত্তেজিত ভক্তরা।তাই তো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ‘মাঝে মাঝে তবো দেখা পাই’ গানটি।

Back to top button