বিনোদন

ইনস্টাগ্রামে দুই কোটি ফলোয়ার পাওয়ার খুশিতে উচ্ছসিত নোরা, আনন্দে উটের উপরে উঠে বসলেন

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী হলেন নোরা ফাতেহি। নোৱাৰে নাচ ও রূপ সৌন্দর্য্যে মুগ্ধ হয়েছে অনেক পুরুষ। নাচ ছাড়াও নোরা তার ইনস্টাগ্রাম একাউন্টে থাকেন বেশ এক্টিভ। তিনি সময় পেলেই বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।

সম্প্রতি ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ছুঁয়েছে দুই কোটির গন্ডি। আর সেই খুশির দিনটিকে নোরা ফাতেহি পালন করছেন অভিনব উপায়ে। তিনি এতটাই উচ্ছসিত যে সোজা গিয়ে উঠে বসলেন উটের পিঠে। ইনস্টাগ্রামে সেই আনন্দ উদযাপনের একটি ছবি দিয়ে ক্যাপশনে নোরা লিখেছেন ‘উদযাপন চলছে। আমি প্রথম উটে চড়েছি! এটা খুব মজার ছিলো’ নোরা একটি মরুভূমিতে বন্ধু বান্ধব ও পরিবারের সাথে করছেন এই উদযাপন।

মরোক্কোর মরুভূমিতে চড়ে সেই অভিজ্ঞতা শেয়ার করে ফ্যানেদের উদ্যেশে লিখেছেন ‘ ‘বাহ! আমি এটি করে দেখিয়েছি। আমার ইন্সটা ফ্যাম এবং যারা আমাকে প্রতিনিয়ত সমর্থন করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসি বন্ধুরা, এটা মাত্র শুরু।’

সম্প্রতি, গুরু রান্ধযার সাথে ‘নাচ মেরি রানী’ গানে নোরাকে দেখা গিয়েছে। সেই মিউজিক ভিডিটি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়াতে। আর নোৱাৰে ফ্যান সংখ্যাও বেড়েছে আরও দ্বিগুন মাত্রায়।

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

 

View this post on Instagram

 

A post shared by Nora Fatehi (@norafatehi)

Back to top button