বিনোদন

সুমিষ্ট কণ্ঠে রবীন্দ্র সংগীত গাইলেন অবাঙালি তরুণী, নেটদুনিয়ায় ভাইরাল সেই ভিডিও

সোশ্যাল মিডিয়ায়র দ্বারা বহু প্রতিভাবন্ যুবক-যুবতী তাঁরা নিজেদের প্রতিভা নিয়ে হাজির হচ্ছেন। আর এই যুবক-যুবতীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বড়সড় জায়গায় সুযোগ পাচ্ছে। খুব কম সময়ে মানুষের মাঝে নিজের প্রতিভা তুলে ধরা একসময়ে খুবই কঠিন ছিল, কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা অনেক সহজ হয়ে উঠেছে। তবে আমার কমবেশি সবাই মৈথিলী ঠাকুরকে চেনেন। তিনি অনবদ্য হিন্দি ও বাংলা গানের মাধ্যমে বহু মানুষের মন জয় করেছেন।

এবারও তিনি একটি রবীন্দ্র সংগীত গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন। আর মৈথিলী ঠাকুরের গাওয়া সেই গানটি হলো ‘আমারো পরানো যাহা চায়’। তবে তিনি অবাঙালি হয়ে রবীন্দ্র সংগীতটিকে এমনভাবে গেয়েছেন যেন মনেই হচ্ছিলো তিনি অবাঙালি। যদিও মৈথিলী ঠাকুরী মাতৃ ভাষা হিন্দি, তবুও রবীন্দ্র সংগীতটি গাওয়ার সময় হিন্দির টান ধরে পড়েনি।

আর এই গানটির দ্বারা মৈথিলী সকলকে বুঝিয়ে দিয়েছেন যে, গানের প্রতি ভালোবাসা থাকলেই যেকোনও গান সহজেই গাওয়া যায়। এর জন্য চাই অদম্য মনের ইচ্ছা। আর এই ইচ্ছা শক্তির দ্বারা তিনি উন্নতির শিখরে পৌঁছে গিয়েছেন। তার ভক্ত সংখ্যা কম নয় আর তা জানলে আপনি চমকে যাবেন।

Back to top button