বিনোদন

আর মিঠাই নয়, এবার নতুন রূপে নতুন ধারাবাহিকে ফিরলেন ‘দিদিয়া’ ওরফে কৌশাম্বী চক্রবর্তী

জি-বাংলার ধারাবাহিক ‘মিঠাই’-এর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। এর আগে, তিনি দ্বিরাগমন সহ বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করেছিলেন। মিঠাই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মিঠাইয়ের সুবাদে এই অভিনেত্রীর নাম ঘরে ঘরে হয়ে উঠেছে। এই সিরিজে অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাচ্ছে তাকে ।

মিঠাই শেষ হয়ে যাবে খুব শীঘ্রই । অনেক দিন টিভিতে দেখা যায় না তাকে।যার ফলে বেশ মন খারাপ মিঠাই ভক্তদের ।

‘জি-বাংলা’-এর পরই আসছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’। আর এই সিরিজে দেখা যাবে কৌশাম্বীকে। নায়কের বিধবা বৌদি চরিত্রে এই ধারাবাহিকে অভিনয় করবেন। শুনেছি সিরিজে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ।

Back to top button