বিনোদন

ধুমধাম করে নয়, ঘরোয়া ভাবেই পরিবারের সকলের সাথে পালন করলেন জন্মদিন, ‘মিঠাই’ ধারাবাহিকের নিপা

জী বাংলায় একটি অত্যন্ত্য জনপ্রিয় সিরিয়াল হল ‘মিঠাই’। কম সময়ের মধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছেন মিঠাই ও তার পরিবারের সকল সদস্য। প্রত্যেকেরই অভিনয় বেশ ভালো লাগে দর্শকদের। বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে লকডাউন। যার জন্য বন্ধ রয়েছে শ্যুটিং ফ্লোর। এর মধ্যেই ঐন্দ্রিলা সাহা-র জন্মদিন পালিত হল।

ঐন্দ্রিলা ‘মিঠাই’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এর আগে ঐন্দ্রিলাকে দেখা গেছে ‘খনার বচন’, ‘চুনী-পান্না’-য়। সেখানেও তার অভিনয় বেশ প্রশংসিত। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’-র মাধ্যমে খ্যাতি পেয়েছিলেন ঐন্দ্রিলা।

করোনা অতিমারীর কারণে সকলে বর্তমান গৃহবন্দী। তাই ঘরোয়া ভাবেই পরিবারের সকলে মিলে পালন করা হল ঐন্দ্রিলার জন্মদিন। গত 22 শে মে ছিল ঐন্দ্রিলার জন্মদিন।হলুদ রঙের গোলাপফুলের আইসিং করা কেক নিয়ে আসা হয়েছিল ঐন্দ্রিলার জন্য। এছাড়াও ছিল গোলাপি রঙের গোলাপ ফুলের আইসিং করা কেক ছিল। ছিল সাদা রঙের ভ‍্যানিলা কেকও। আর তাতে ছিল লাল রঙের হার্ট আইসিং।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Saha (@oindrilasaha4011)

এদিন অভিনেত্রীর জন্মদিনে তার মা, বোন ও পরিবারের বাকি সদস্যদের উপস্থিতিতে কেকে কেটে পালন করলেওন নিজের জন্মদিন। ঐন্দ্রিলার মা ঐন্দ্রিলার মুখে কেক মাখিয়ে দিলেন। যথেষ্ট মজা করেই পালিত হল ঐন্দ্রিলার জন্মদিন। ঐন্দ্রিলাকে নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।রূপোলি রঙের ‘হ্যাপি বার্থডে’ বেলুন ও নীল রঙের বেলুনে সাজানো হয়েছিল ব্যাকগ্রাউন্ড।

Back to top button