বিনোদন

‘দেশের মাটি’ ধারাবাহিকে নতুন চমক, লীনা গাঙ্গুলীর হাত ধরে ফের পর্দায় ফিরছেন সৈরিতি বন্দোপাধ্যায়

২০২০ সাল যেরকম বহু মানুষের জীবনে অভিশাপের মত। তার পাশাপাশি বহু মানুষেরর জীবনে খুশির হওয়া বয়ে আনে ।বহু টেলি অভিনেত্রী এই বিষ বছরেই প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করেন। ২০২০ সালের জুন মাসে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায় এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

অভিনেত্রী ধারাবাহিক নয় নিজের ক্যারিয়ার শুরু করেন মডেলিংয়ের মাধ্যমে। মডেলিং করতে করতেই সুযোগ পেয়ে যান ছোট পর্দায় কাজ করার। বেশ কয়েকটি ধারাবাহিক যেমন ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ এবং ‘বাক্সবদল’-এ তাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিকে নীল ভট্টাচার্য এবং তার জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে গুঞ্জন ওঠে যে নীলের সাথে ডেট করছেন অভিনেত্রী। কিন্তু নীল প্রেম করছিলেন তৃনার সাথে। সৈরিতি বিয়ে করেছিল রোহিতকে। আর এদিকে চলতি বছরে নীল বিয়ে করলেন প্রেমিকা তৃনাকে।

অভিনেত্রীর বিয়ে হয়ে যাওয়ার পর তাকে আর সেভাবে সিরিয়ালে দেখা যায়না। কিন্তু বিয়ের পরে মন দিয়ে সংসার করছেন অভিনেত্রী। তাছাড়া গত বছর তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। এবারে ফের পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Sairity (@sai_sairitybanerjee)

ষ্টার জলসার বর্তমানে একটি জনপ্রিয় ধারাবাহিক হল দেশের মাটি। বেশ পছন্দ দর্শকদের এই ধারাবাহিকটি। টিআরপিতেও এগিয়ে থাকে এই ধারাবাহিক। এবারে পর্দায় অনেকদিন পর দেখা যাচ্ছে রাহুল ও পায়েলকে। সৈরিতিকেও দেখা যাবে দেশের মাটি সিরিয়ালে। মা হওয়ার পর লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ছোট পর্দায় কামব্যাক সৈরিতির। গল্পে সৈরিতি একজন বিলেত ফেরত মেয়ের চরিত্রে রয়েছেন তার বাবার চরিত্রে থাকছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী।

 

 

Back to top button