বিনোদন

যে ছবি পোস্ট করে নেটিজেনদের আক্রমণের মুখে মিথিলা

বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মিথিলা। মিথিলা কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীকে বিয়ে করার পর থেকে যেন নেটিজেনরা তাকে দুচোখে সহ্যই করতে পারছেন না।কিন্তু কেন? তবে জানা যায়, মিথিলা যখন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তাহসানের স্ত্রী ছিলেন তখন তিনি সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করতেন তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেত। এমনকি মিথিলার প্রশংসাও করতেন নেটিজেনরা। কিন্তু এখন সেটা আর হচ্ছে না।

সৃজিতকে বিয়ে করার পর অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মিথিলা।যা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। আর এবার তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি মিথিলা একটি ছবি পোস্ট করেছেন। যেখানে মিথিলাকে শুধু সারি পরে দেখা যাচ্ছে, নেই ব্লাউস।এই ছবিটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন মিথিলা।

ওই ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’–জীবনানন্দ দাশ।’’ ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।ভোরে যায় মন্তব্যে।তবে সেখানে কোনো ভালো মন্তব্য নয়।

Back to top button