বিনোদন

দিতিপ্রিয়ার গাঢ় ঠোঁটের নেশায় মত্ত নেটিজেনরা, নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যিনি বর্তমানে অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রানী রাসমণি’তে। যেখানে তাকে দেখা যায় রানীমার চরিত্রে। ‘রানী রাসমণি’তে অভিনয় করে ভক্তদের মনে একেবারে পাকা জায়গা করে নিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।দর্শকেরাও যেন প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছয়টায় এক কাপ চা হাতে নিয়ে বসে পরে টিভির সামনে দিতিপ্রিয়াকে দেখার জন্য।

তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল সাইটেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন দিতিপ্রিয়া। প্রায়ই নানারকম ছবি পোস্ট করে নেটিজেনদের মনে ঝড় তুলতে দেখা যায় অভিনেত্রীকে । সেই সব ছবি ভাইরালও হয়ে যায় মুহূর্তের মধ্যেই । বন্যা বয়ে যায় লাইক কমেন্টের। আর এবারও তার ব্যতিক্রম হলো না। দিতিপ্রিয়ার গাঢ় ঠোঁটের নেশায় মত্ত হলেন নেটিজেনরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । যেখানে তাকে দেখা যাচ্ছে, পরনে বেগুনি রঙের শাড়ি, নিচু করে খোঁপা করা চুল, টানা কানের দুল ও ঠোঁটে গাঢ় লিপস্টিক। ছবিটি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়। নজর কাড়ে নেটিজেনদের। তবে নেটিজেনদের চোখ আটকে যায় দিতিপ্রিয়ার গাঢ় ঠোঁটের দিকে । অভিনেত্রীর গাঢ় ঠোঁট যেন পাগল করে দিয়েছে হাজার পুরুষ মন।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

Back to top button