চড়া মেক-আপে ছবি শেয়ার করতেই ‘বার্বি ডল’ তকমা দিলেন নেটিজেনরা! ট্রোলের মুখে অভিনেত্রী এনা সাহা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এনা সাহা। টলিউডের অনেক সিনেমায় অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন এনা সাহা।অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় টলিউডের এই অভিনেত্রী। প্রায়ই নানারকম ছবি পোস্ট করে নেটিজেনদের নজর কাড়েন এনা সাহা। তবে তিনি প্রযোজক হওয়ার পর থেকে সেরকম ভাবে খবরের শিরোনামে থাকছেন না।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী এনা সাহা। যা প্রকাশ্যে আসতেই ভাইরাল রীতিমতো। অভিনেত্রীর এই ছবি প্রকাশ্যে আসতেই দেখা যায় যে তিনি একটু বেশিই মোটা হয়ে গেছেন। ছবিতে এনার পরনে রয়েছে অফ শোল্ডার, ফ্রন্ট নট ফ্লোরাল টপ ও প্যান্ট। পোশাকটির বেস কালার সাদা। তার উপরে বিভিন্ন রঙের ফুল দিয়ে গোটা পোশাকে কারুকার্য করা হয়েছে। কিন্তু পোশাকের সাথে তিনি মানানসই মেক-আপ করতে পারেননি। গালে গোলাপি আভা আনার জন্য তাঁর চিকবোনে গোলাপি ব্লাশার-এর চড়া শেড ব্যবহার করা হয়েছে। তার এই ছবিটি শেয়ার করার পর থেকেই সোশ্যাওলা মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলিং শুরু হয়ে গেছে।
তার পোস্ট করা এই ছবি দেখে নেটিজেনরা নানান কথা বলতে শুরু করেন। এনার ওয়েট গেন নেটিজেনদের নজর এড়ায়নি। যার ফলে এনার শেয়ার করা ছবিতে ‘দি লেজি বং’ নামে এক ইউটিউবার এনার ছবিতে ‘বার্বি ডল’ বলে কমেন্ট করলে নেটিজেনদের একাংশ বলতে শুরু করেছেন, এটাকে বার্বি ডল বলে বার্বি ডলের অপমান করা হচ্ছে। কারণ হল বার্বি ডল এনার থেকে অনেক রোগা। বাংলা টিভি সিরিয়ালের মাধ্যমে এনার অভিনয়ে হাতেখড়ি। তাকে ষ্টার জলসায় ‘বৌ কথা কও’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও ‘রাত ভোর বৃষ্টি’ ও ‘বন্ধন’-এ অভিনেত্রী এনার অভিনয় দর্শকদের পছন্দ হয়েছে।
View this post on Instagram
তিনি শুধু বাংলা ধারাবাহিকেই অভিনয় করেননি তার পাশাপাশি তিনি টলিউডে বাংলা ফিল্মেও অভিনয় করেছিলেন। বাংলা ফিল্ম ‘আমি আদু’-র মাধ্যমে চলচ্চিত্রে ডেবিউ করেছিলেন। এই ফিল্মের পরিচালক ছিলেন সোমনাথ গুপ্ত। শুধু তাই নয় বেশ কয়েকটি মালায়ালম ফিল্মেও অভিনয় করেছেন এনা। সম্প্রতি এনা তাঁর প্রযোজনা সংস্থা খুলেছেন। ২০২০ সালের শেষের দিকে এনা প্রযোজিত ফিল্ম ‘এসওএস কোলকাতা’ মুক্তি পেয়েছে। তার এই ছবিটি মোটামুটি ব্যাবসায়িক সাফল্য পেয়েছিল।