বিনোদন

রোহন প্রীতের সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নেহা, জানা গেলো সঠিক তথ্য

সম্প্রতি কিছুদিন ধরেই বলিউড মহলে চলছে গুঞ্জন জনপ্রিয় গায়িকা নেহা কক্করের বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে জনপ্রিয় এই গায়িকা পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং এর সাথেই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে। যেখানে পাঞ্জাবি সংগীত শিল্পীর বিয়ের আগের অনুষ্ঠান ‘রোকা’ হওয়ার কথা উল্লেখ করেছেন অনেকেই। তবে এবার এতদিন চুপ চাপ থাকার পর এবার আসল সত্যি নিয়ে মুখ খুললেন নেহা।

সোশ্যাল মিডিয়ায় এবার নেহা নিজেই রংপ্রীতের সাথে তার একটি ছবি শেয়ার করে লিখেছেন ‘রোহনপ্রীত সিং তুমি শুধু আমার’।আর সেই সাথে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন নেহুপ্রীত। অর্থাৎ ইন্সট্যাগারমের ট্যাগ দেখে বোঝা যাচ্ছে নেহার নেহা আর রংপ্রীতের প্রীত নিয়ে বানানো হয়েছে ট্যাগটি। অপরদিকে রোহনপ্রীত ও তার ইনস্টাগ্রামে নেহার একটি ছবি শেয়ার করে লিখেছেন ‘আমার জীবনের সঙ্গে আলাপ করুন’

তবে এখানেই শেষ নয় রোহন প্রীত নেহার পোস্ট করা ছবির নিচে কমেন্টস করেছেন ‘মেরি জিন্দেগী’ বলে আর সেই কমেন্টের উত্তরে নেহা লিখেছেন ‘রোহু বেবি’। সোশ্যাল মিডিয়ায় নেহা ও রংপ্রীতের ছবি পোস্ট ও কমেন্টস দেখে ব্যাহি যাচ্ছে যে তাদের নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন সত্যি হওয়ার পথেই। কারণ তাদের পোস্ট করা নতুন ছবি দূর করে দিয়েছে তাদের সম্পর্কের ধোঁয়াশা। কিছুদিনের মধ্যেই হয়তো তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হয়ে যেতে পারে।

সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী আগামী ২৪ অক্টোবর নেহা ও রোহনপ্রীত পড়তে পারেন সাত পাকে বাধা।
প্রসঙ্গত উল্লেখনীয় যে এর আগে হিমাংশু কোহলির সাথে প্রেমের সম্পর্কে ছিলেন নেহা। হিমাংশুর সাথে তার ৪ বছরের সম্পর্ক থাকে। এরপর শোনা যায় নেহার সাথে সম্পর্ক রয়েছে আদিত্য নারায়ণের। তবে শেষে জানা যায় যে সেটা ছিল তাদের মিউজিক ভিডিওর প্রোমোশনের জন্যই আর টেলিভিশনের টিআরপি বাড়ানোর জন্যই।

 

View this post on Instagram

 

You’re Mine @rohanpreetsingh ♥️😇 #NehuPreet 👫🏻

A post shared by Neha Kakkar (@nehakakkar) on

Back to top button