বিনোদন

NCB কেড়ে নিলো দীপিকার ফোন, উঠে আসতে পারে বলিউডের আরো তারকার নাম

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত নিয়েছে নতুন মোড়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত মোড় ঘুরিয়ে যোগ এনে দিয়েছে বলিউডের মাদক যোগ। এনসিবি বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সহ মোট ১৮ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। এখনো বলিউডের ৫০ জন প্রথম সারির নায়ক,নায়িকা ও প্রযোজকরা যুক্ত আছেন বলে এনসিবি তদন্তে জানতে পেরেছে।

আজ সকাল ১০ তা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা পাডুকোনের। দীপিকাকে জিজ্ঞাসা বাদ শুরু করেছে ৫ জন অফিসার। জানা গিয়েছে দীপিকার ফোন হেফাজতে নিয়েছে এনসিবি অফিসাররা। কোনও নিরাপত্তা রক্ষী ছাড়াই সকলের নজর এড়িয়ে আজ এনসিবি দফতরে আসেন দীপিকা। দীপিকাকে এক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের কগবর অনুযায়ী আজ বেলা ১২ তা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলিউডের আর এক অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে।

সুশান্তের মৃত্যু মালয় মাদক যোগ থাকায় এবার বিপাকে পড়ে গেছেন অনেক বলিউড তারকারাই। একের পর এক উঠে আসছে নতুন নতুন নাম ও চাঞ্চল্যকর তথ্য। তাই সূত্রের খবর অনুযায়ী যেহেতু দীপিকার ফোন নিজেদের হেফাজতে নিয়েছে NCB তাই সেই ফোন থেকেও উঠে আসতে পারে বলিউডের আরও তারকার নাম যারা বলিউডে মাদক চক্রের সাথে জড়িত বলে সন্দেহর তালিকায় রয়েছে।

Back to top button