বিনোদন

নাগা চৈতন্য ও নাগার্জুন, বাবা-ছেলে একই সিনেমায়, ৩ দিনে কাঁপিয়ে দিলো বক্সঅফিস

তেলেগু তারকা নাগার্জুন ও তাঁর ছেলে নাগা চৈতন্যের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে সরব উপস্থিতি দর্শকের। এবারও ব্যতিক্রম হলো না। বক্স অফিসে তার প্রভাব পড়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবর, গত শুক্রবার মুক্তি পেয়েছে বাবা-ছেলে অভিনীত ‘বাঙ্গারাজু’ সিনেমা। আর মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৩ কোটি সংগ্রহ করেছে।

কল্যাণ কৃষ্ণ কুরাসালা পরিচালিত ‘বাঙ্গারাজু’ নাগার্জুন অভিনীত ‘সোগ্গদে চিন্নি নয়না’র সিক্যুয়েল, যেটি ২০১৬ সালে সংক্রান্তিতে মুক্তি পেয়েছিল।

খবরে প্রকাশ, মুক্তির দিন ‘বাঙ্গারাজু’ সংগ্রহ করে ১৭ কোটি । শনিবার বক্স অফিসে সংগ্রহ করে ১৯.৭৫ কোটি এবং গতকাল সংগ্রহ করে ১৭.৪১ কোটি । তিন দিনে সংগ্রহ দাঁড়িয়েছে ৫৩ কোটি ।

টাইমস অব ইন্ডিয়ার খবর, গত শুক্রবার মুক্তি পেয়েছে বাবা-ছেলে অভিনীত ‘বাঙ্গারাজু’ সিনেমা। আর মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ৫৩ কোটি সংগ্রহ করেছে।

কল্যাণ কৃষ্ণ কুরাসালা পরিচালিত ‘বাঙ্গারাজু’ নাগার্জুন অভিনীত ‘সোগ্গদে চিন্নি নয়না’র সিক্যুয়েল, যেটি ২০১৬ সালে সংক্রান্তিতে মুক্তি পেয়েছিল।

খবরে প্রকাশ, মুক্তির দিন ‘বাঙ্গারাজু’ সংগ্রহ করে ১৭ কোটি । শনিবার বক্স অফিসে সংগ্রহ করে ১৯.৭৫ কোটি এবং গতকাল সংগ্রহ করে ১৭.৪১ কোটি । তিন দিনে সংগ্রহ দাঁড়িয়েছে ৫৩ কোটি ।

নাগার্জুন ও নাগা চৈতন্য ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাম্য কৃষ্ণন, কৃতি শেঠি, সম্পথ রাজ, রাও রমেশ, ব্রহ্মাজি, ভেন্নেলা কিশোর, চলপথি রাও, অন্নপূর্ণা, ঝাঁসিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে অন্নপূর্ণা স্টুডিয়োস ও জি স্টুডিয়োস।

Back to top button