রণকে গুলি করে মারল মিতুল, ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে নতুন চমক! খুশি দর্শকরা
জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল খেলনা বাড়ি”। সিরিজটি শুরু থেকেই ভাল টিআরপি জমা করেছে। যাইহোক, এই সিরিজটি লিপি নেওয়ার পর পাঁচের ঘর থেকে ছিটকে গিয়েছে। তাই তো আবারো আগের জায়গায় সিরিয়ালটিকে ফেরাতে রং ও মিতুলের ট্র্যাক আনতে চলেছে এই ধারাবাহিক।
যারা সিরিজটি দেখেন তারা জানেন যে, রন অনেকবার মিতুলকে হত্যা করার চেষ্টা করেছিলেন যাতে তার নামে সম্পত্তি নিবন্ধিত হয়। এমনকি শুধু তাই নয় গুগলির বিরুদ্ধেও ষড়যন্ত্র করেন।
সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে।যেখানে দেখা গেল রণ আর অনামিকা বড়সড় সেলিব্রেশন হচ্ছে, চলছে মদের ফোয়ারা। রণ-কে বলতে শোনা আমাদের পথের কাঁটা কে আমরা সরিয়ে দিয়েছি। সেই সময় পিস্তল হাতে উপস্থিত হয় মিতুল।এরপর সে রণের দিকে বন্দুক নিয়ে বলে ‘যে কাজটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল সেটা আমি আজ করছি’।এরপর মিতুল গুলি করলেই মাটিতে পরে যায় রং। এই প্রোমো দেখে ভীষণ খুশি দর্শকরা।
View this post on Instagram