বিনোদন

‘দিদি নং ১’-র মঞ্চে অসমীয়া ভাষায় গান গাইল মিঠাইয়ের শাক্য, প্রশংসা করলেন নেটিজেনরা

বাংলা টেলিভিশনে জনপ্রিয় গেম শো দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান-র মঞ্চে অসমীয়া গান গেয়ে মঞ্চ মাতালেন শাক্য ওরফে ধৃতিষ্মান চক্রবর্তী। বর্তমানে সবাই তাকে মিঠাই ও সিডের ছেলে হিসেবেই বেশি চেনেন। বাংলা টেলিভিশনের পর্দায় জনপ্রিয় ধারাবাহিক হল ‛মিঠাই’। যতই মিঠাইয়ের রেটিং ওঠানামা করুক না কেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি।

ধারাবাহিকের নিয়মিত দর্শকেরা জানেন যে, মিঠাই রানী মরেনি। কিন্তু সে স্মৃতি হারিয়ে ফেলেছে। সিড-মিঠাই এখন দুই সন্তানের মা-বাবা। একজন হল শাক্য আর অন্যজন মিষ্টি। আর এই শাক্যর চরিত্রেই অভিনয় করছেন ধৃতিষ্মান চক্রবর্তী। এর আগে তাকে ‛বৌমা একঘর’ নামের একটি ধারাবাহিকে দেখা গিয়েছিল।

বয়স পাঁচ হলেও এই খুদে অভিনয় ছাড়াও কিন্তু আরও বেশ কিছু গুণের অধিকারী। এই বয়সে ইতিমধ্যেই সে অনেকগুলো ভাষায় গান করে ফেলেছেন। যারমধ্যে রয়েছে অসমিয়া, বাংলা, হিন্দি, ইংরেজি, সংস্কৃত ভাষা। এছাড়াও ধৃতিষ্মান ২০২১ সালে ‛ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এ জায়গা করে নিয়েছেন। এদিন মাকে নিয়ে দিদির মঞ্চে হাজির হয়েছিলেন খুদে এই গায়ক।

এদিন খালি গলায় দিদির মঞ্চেও অসমীয়া গান গাইতে শোনা যায় শাক্য ওরফে ধৃতিষ্মানকে। আপনি জানলে অবাক হবেন যে, এই বয়সে ছেলেটি ‛রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পেয়েছেন। তার প্রতিভা দেখে তাকে ‛ইয়ংগেস্ট মাল্টিলিঙ্গুয়াল সিঙ্গার’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

Back to top button