‘১০০% লাভ’, অসাধারণ গান গেয়ে মঞ্চ মাতালেন মিশকা ওরফে অহনা, তুমুল ভাইরাল ভিডিও
এই মুহূর্তে স্টার জলসার পর্দায় চলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‛অনুরাগের ছোঁয়া’। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালের ছোট্ট দুই সদস্য সোনা এবং রূপা আসার পর থেকে টিআরপি বেড়েছে। তবে এই ধারাবাহিকের দর্শকদের অন্যতম এক আকর্ষণীয় চরিত্র হল মিশকা। সে এই সিরিয়ালের দাপুটে খলনায়িকা।
মিশকা ওরফে অহনা দত্ত এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের অন্যতম একজন জনপ্রিয় খলনায়িকা হিসেবে বেশ খ্যাতি পেয়েছেন। এটাই অহনার প্রথম সিরিয়াল। তবে ধারাবাহিকে মিশকাকে মানুষ যতটা অপছন্দ করেন অহনাকে কিন্তু ততটাই পছন্দ করেন। আর তাইতো শ্যুটিংয়ের শেষে কষ্ট করে হলেও অডিয়েন্সের সঙ্গে দেখা করতে স্টেজ শোয়ের মঞ্চে হাজির হয় অহনা।
দর্শকদের ভালোবাসার টানেই বারবার সেলিব্রেটিরা ছুটে যান শোয়ের মঞ্চে। তেমনই সম্প্রতি অভিনেত্রী অহনা হাজির হয়েছিলেন একটি মঞ্চে। এদিন সোজা শ্যুটিং ফ্লোর থেকে আসার কারণে মিশকার লুকেই ধরা দিয়েছিলেন অভিনেত্রী। তবে, আদতে ভিতরের মানুষটা যে অহনা তা খোলসা করে জানান।
এদিন মিশকা ওরফে অহনা মঞ্চে আসতেই অডিয়েন্সের মধ্যে থেকে একজন তাকে ‛আই লাভ ইউ’ বলেন। অহনা জানান অভিনয়ে মিশকা দুস্টুমি করলেও অহনা কিন্ত একেবারেই তেমনটা নয়। সে বাস্তবে কারোর ঘর ভাঙে না। এরপরই অভিনেত্রী অহনাকে ‛১০০% লাভ’ সিনেমার টাইটেল ট্র্যাকটি গাইতে শোনা যায়। সকলেই অভিনেত্রীর গানের গলার প্রশংসা করেন। ‛ASHIRBAD PHOTOGRAPHY’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।