বিনোদন

মাত্র ১৮ বছর বয়সেই বিয়ে! তারপরই ডিভোর্স, বাংলা ধারাবাহিকের এই অভিনেত্রীদের বিয়ে টেঁকেনি বাস্তবে

বাংলা ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা যারা পর্দায় তারা সকলেই আদর্শ মেয়ে, বৌমা, স্ত্রী এবং মা। তবে জানেন কি বাংলা ধারাবাহিকের এই অভিনেত্রীদের মধ্যে কেউ কেউ খুব কম বয়সে বিয়ে করেছিলেন? যাদের মধ্যে বেশিরভাগেরই বিয়ে টেঁকেনি। আজকের এই প্রতিবেদনে সেই ডিভোর্সি তারকা নায়িকাদের তালিকা রইল।

তিয়াসা লেপচা : কৃষ্ণকলি খ্যাত এই নায়িকাও অল্প বয়সে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে ১৮ বছর বয়সে তার বিয়ে হয়েছিল। কিন্তু ২০২২ সালে তাদের ডিভোর্স হয়ে যায়।

সোনামণি সাহা : দেবী চৌধুরানী, মোহরের পর এখন এক্কাদোক্কা সিরিয়ালে অভিনয় করছেন সোনামণি। তবে অভিনয়ের জগতে আসার আগেই তার বিয়ে হয়। ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি বিয়ে করেন কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে। কিন্তু ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

মানালি দে : বউ কথা কও সিরিয়ালের মৌরি মাত্র ২২ বছর বয়সে গায়ক সপ্তককে বিয়ে করেছিলেন। কিন্তু চার বছর পর তাদের বিয়ে ভেঙে যায়। এরপর অভিমুন্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন মানালি।

মধুমিতা সরকার : ‘বোঝে না সে বোঝে না খ্যাত’ পাখি সিরিয়াল চলাকালীন সৌরভ চক্রবর্তীর সঙ্গে আইনি বিয়ে সেরে নিয়েছিলেন মধুমিতা। তখন অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১৯ বছর। কিন্তু ২০১৯ সালে তাদের ডিভোর্সের খবর শোনা যায়।

শোলাঙ্কি রায় : ২০১৭ সালে বিয়ে করেছিলেন শোলাঙ্কি। তবে তার স্বামী শাক্য বসু নিউজিল্যান্ডে কর্মরত। কিছুদিন বিদেশে গিয়ে সংসার করলেও অভিনেত্রী আবার বাংলাতে ফিরে এসে অভিনয়ে মন দেন। তাদের ডিভোর্স হয়ে গেছে বলে শোনা যায়।

Back to top button