পাখি পরিচয়ে বিরক্ত মধুমিতা, ক্ষেপে গেলেন প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে

বাংলা সিরিয়ালের মধ্যে অন্যতম সুপারহিট সিরিয়াল হলো ‘বোঝে না সে বোঝে না’। ২০১৩ সাল থেকে টানা ৩ বছর বাংলার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে প্রথম সারিতেই ছিল এই সিরিয়ালের নাম। আর এই ধারাবাহিক থেকেই ব্যাপক জনপ্রিয় হয় মধুমিতা সরকারের ‘পাখি’ চরিত্রটি। আর এই ‘পাখি’ চরিত্রটি এতটাই জনপ্রিয় ছিল যে এই নাম ব্যবহার করেই সেই সময় বাজারে বিক্রি হতো জামা থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত।
তবে এবার এতো জনপ্রিয় নামটা নিয়েই বর্তমানে কিছুটা বিরক্ত মো বিব্রত জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। কারণ তাকে এখনো লোকে চেনে ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ নামেই। আর ‘কুসুমদোলা’র ‘ইমন’ চরিত্রেও তাকে অনেকে চেনে।
আর এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতা সরকার কিছুটা বিরক্তির সুরে বলেছেন ‘ “একজন অভিনেত্রী সারা জীবনই কি ‘পাখি’ বা ‘ইমন’ হয়ে থেকে যাবে? শাড়ি, সালোয়ার কামিজ, সাধারণ মেয়ে এভাবেই থেকে যাবে? তা কি হয়? সে তো নিজেকে ভাঙবে।”
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার এক ব্যক্তির সাথে ব্রেকফাস্টের একটি ছবি ভাইরাল হয়েছে। আর সেই ছবি প্রসঙ্গে মধুমিতা সরকার বলেছেন ‘‘পূজার পর এক্কেবারেই কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে ব্রেকফাস্ট করতে গেলাম। ওমা! মিডিয়া লিখে দিল, আমি ওঁর সঙ্গে প্রেম করছি। আমাকে একবার জিজ্ঞাসা অবধি করল না।’