বিনোদন

মিঠাইয়ের ‘উচ্ছেবাবু’র সাথে প্রেম, অভিনেতার জন্মদিনেই সম্পর্কে শিলমোহর দিলেন কৌশাম্বী চক্রবর্তী!

নতুন প্রেমের গুজব প্রতিনিয়তই ঘুরছে টলিপাড়ে। তবে বেশির ভাগই দর্শক। আর কিছু সম্পর্ক আছে যা দর্শকরা বোঝে কিন্তু সহজে নিজের কাছে স্বীকার করতে পারে না। সম্প্রতি টলিপাড়ায় জি বাংলার হিট সিরিজ মিঠাই-এর অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর মধ্যে ডেটিংয়ের গুঞ্জন উঠেছে।

তবে গুজব সত্ত্বেও, অভিনেতা বা অভিনেত্রী কেউই এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি। অভিনেতা-অভিনেত্রীরা পর্দার বাইরেও বন্ধুত্ব বজায় রাখেন। তাই এটাকে সবসময় ভালোবাসা হিসেবে নেওয়া ঠিক নয়। তবে ইদানীং এই দুই অভিনেতা-অভিনেত্রীকে একাধিকবার একসঙ্গে একই ছবিতে দেখা গেছে।

এবং দর্শক দৃঢ়ভাবে নিশ্চিত যে তিনি এমন একটি প্রেমের সম্পর্কে রয়েছেন যা তিনি নিজেই জানেন না। বর্তমানে, মিঠাই সিরিজের অনেক চরিত্র সময়ের সাথে অদৃশ্য হয়ে গেছে। এর মধ্যে একটি চরিত্র দিদিয়া। এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। যদিও জি বাংলার আসন্ন ধারাবাহিক ফুলকিতে অভিনয় করবেন এই অভিনেত্রী।

এর আগে নতুন ফুলকির প্রোমোতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাই হয়তো মিঠাই থেকে এগিয়ে গেছেন এ অভিনেত্রী। তবে অভিনেতা আদৃত রায়ের জন্মদিন। অভিনেতার ভক্তরা তাকে সামাজিক নেটওয়ার্কগুলিতে অভিনন্দন জানিয়েছেন। তবে একান্তে জন্মদিন পালন করলেন অভিনেতা। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী কৌশাম্বী।

তিনি অভিনেতার একদিকে তার মাকে জড়িয়ে ধরেন এবং অন্যদিকে কৌশাম্বী। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করার পাশাপাশি, অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘যারা তোমায় চেনে না “ঠিক”, তাদেরও যেনো ভালো হয়। এখানেই শেষ নয়। তিনি অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আরও লিখেছেন, ‘আরও অনেক পথচলা বাকি’।

Back to top button