বিনোদন

‘সংখ্যালঘুদের পা চাটছেন’ ব্রাহ্মণ হয়ে রোজা রাখায় তুমুল কটাক্ষের শিকার হতে হয় পর্দার ‘লোকনাথ’কে

মুসলিমদের ঈদ একটি বড় উৎসব। শুরু হয়ে তাদের রমজান মাস গত ১৪ই এপ্রিল থেকে। এই রোজাতে প্রত্যেকটি মুসলিম সম্প্রদায়ের লোক নিষ্ঠা সহকারে নিজেদের রোজা পালন করেন। টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা হলেন ভাস্কর চক্রবর্তী। এই অভিনেতাকে আমরা সকলেই পর্দায় বাবা লোকনাথের চরিত্রে দেখেছি। আসল জীবনে তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। এই মাসেই শুরু হয়ে গিয়েছে মুসলমান সম্প্রদায়ের রমজান মাস। এবারে এই অভিনেতা নিষ্ঠা সহকারে মুসলমানের রোজা পালন করলেন।

অভিনেতা হিন্দু হওয়া সত্ত্বেও রোজা পালন করছেন যা নিয়ে অনেকেরই প্রশ্ন তুলছেন। কেন অভিনেতা এমন সিদ্ধান্ত নিলেন? এর উত্তরে অভিনেতা এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানান তিনি মন থেকে চান হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষ এক হয়ে সবার উৎসব সবাই পালন করুক। আর এটাই ভাস্বরের প্রথম রোজা। অভিনেতা সমস্ত মুসলিম সহকর্মীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা । তিনি ওই সাক্ষাৎকারে আরো বলেছেন, এই মেক আপ আর্টিস্ট প্রতি বছর রমজানে রোজা রেখে নিজের কাজ করে যান ঠিক। তাই নিজের মতো করে ওই মানুষগুলোকে সম্মান জানিয়েছেন অভিনেতা। অভিনেতার এই উদ্যোগে খুশি হয়েছেন জনপ্রিয় কাশ্মীরি শিল্পী ইশরাফ কাওয়া।

শুধুমাত্র এখানেই নেই অভিনেতা ভাস্কর জানিয়েছেন যে তিনি, পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও টুইট করেছেন। তিনি চান মানুষের মধ্যে কোনো বিভেদ না থাকে আর সেইজন্যই তার এই উদ্যোগ। তিনি চান দুই দেশের মানুষ আবার এক হোক।অভিনেতার এই কার্যকলাপে অনেকে কটাক্ষের সুরে বললেন, হিন্দু, ব্রাহ্মণ হয়ে গোরুর মাংস খাচ্ছেন অভিনেতা আবার কেউ লিখলেন, ধর্মান্তরিত হয়েই সংখ্যালঘুদের পা চাটছেন। কেউ কেউ লিখলেন, অভিনেতার পূর্বপুরুষ নাকি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন। চুপ থাকার পাত্র অভিনেতাও নন।

অভিনেতা নিজের বক্তব্য সকলের সামনে জানালেন। অভিনেতা জানান যে কিছু মানুষ তাকে ভুল ভাবছেন । অভিনেতা আরও বলেন যে সকলেই তার ব্যাপারে ভুল ধারণা করছেন। ভাস্বর লেখেন, র্যা রেখেছেন বলে গরুর মাংস খাচ্ছেন, মুসলিম হয়ে গিয়েছেন, আর রোজা রাখা মানে সংখ্যালঘুদের পা চাটা এটা পুরোটাই ভুল ধারণা। আর তাছাড়া অভিনেতার পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের। বাংলাদেশে কোনোদিন তার কেউ ছিল। অভিনেতার বাড়িতে প্রত্যেক বছর দুর্গাপুজো হয় তিনি পুজোর কয়েকদিন নিষ্ঠাসহ পালন করেন ওই চার দিন। আর সেদিক থেকেও উপোস থাকার অভ্যাস আছে তাই অসুবিধা হচ্ছে না রোজা পালন করতে। তাছাড়া অভিনেতা সমালোচকদের উদ্যেশ্যে বার্তা দেন, এইভাবে তার মুখ কেউ বন্ধ করতে পারবেন না ।

 

Back to top button